TRENDING:

Electrocuted Death: শূকর মারার ফাঁদে পড়ে ছটফটানি! ঝলসে গেল সর্বাঙ্গ...! হাওড়ায় বৃদ্ধের নির্মম পরিণতি

Last Updated:

Howrah Electrocuted Death: শূকরের তাণ্ডব থেকে ফসল রক্ষা করতে পাতা হয়েছিল ইলেকট্রিক ফাঁদ। আর সেই ফাঁদে পড়েই মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে হাওড়া পাঁতিহালের একটি চাষের জমি থেকে উদ্ধার হয়েছে স্থানীয় বাসিন্দা নবকুমার দাসের (৬০) দেহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: শূকর মারতে ফাঁদ, আর সেই ফাঁদে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁতিহাল। গ্রামীণ হাওড়া জুড়ে কৃষি জমিতে তাণ্ডব চালাচ্ছে শূকরের দল। কৃষি জমি লণ্ডভণ্ড করছে। উৎপন্ন ফসল তোলার আগেই চাষের জমিতেই ফসল নষ্ট করছে শূকরের দল। জমির ফসল শূকরের তাণ্ডব থেকে সুরক্ষিত রাখতে নানা পন্থা অবলম্বন করছেন কৃষকরা। সেই পন্থাই মৃত্যু ডেকে আনল এক ব্যক্তির।
শূকরের জন্য পাতা ফাঁদে পড়ে মৃত্যু ব্যক্তির
শূকরের জন্য পাতা ফাঁদে পড়ে মৃত্যু ব্যক্তির
advertisement

বৃহস্পতিবার ধান জমি থেকে উদ্ধার হয়েছে এক প্রৌঢ়ের দেহ। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, হাওড়া পাঁতিহালের ঢালীপাড়ার বাসিন্দা নবকুমার দাস (৬০) বুধবার থেকেই নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে বুধবার রাতেই স্থানীয় জগৎবল্লভপুর থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার সকালে এলাকার একটি চাষের জমি থেকে নবকুমারের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

advertisement

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে পুলিশের সারপ্রাইজ ভিজিট! ঘাড় ধরে গ্রেফতার ৬ অনুপ্রবেশকারী বাংলাদেশি, কীভাবে অবৈধ পথে ভারতে প্রবেশ?

অন্যান্য দিনের মতো বুধবার গৃহপালিত পশুর জন্য মাঠ থেকে ঘাস কেটে আনতে বেরিয়ে ছিলেন নবকুমার। তারপর ঘরে ফেরার সময় হলেও আর ঘরে ফেরেনি। এরপর সন্ধ্যা পেরিয়ে রাত, তিনি বাড়ি না ফিরে এলে পরিবারের তরফে  স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়। বহু খোঁজাখুঁজি চলে। অবশেষে বৃহস্পতিবার সকালে চাষের জমি থেকে দেহ মিলল নিখোঁজ ব্যক্তির।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
যুবকের দুর্দান্ত বিজনেস আইডিয়া, বাড়ির ছোট্ট জায়গায় করছেন 'এই' কাজ, আয় লক্ষ লক্ষ টাকা
আরও দেখুন

মৃতের পরিবারের অভিযোগ, যে চাষের ক্ষেত থেকে নবকুমারের দেহ উদ্ধার হয়েছে সম্ভবত সেখানেই ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে তাঁর মৃত্যু হয়। সেই চাষের ক্ষেতে শূকরের অত্যাচার থেকে ফসল বাঁচাতে বিদ্যুতবাহী তার লাগান থাকে। কোনও ভাবে সেই বিদ্যুতবাহী তারের সংস্পর্শে এসেই নবকুমারের মৃত্যু হয়েছে বলেই অনুমান তাঁদের। ঘটনাস্থলে পৌঁছে জগৎবল্লভপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Electrocuted Death: শূকর মারার ফাঁদে পড়ে ছটফটানি! ঝলসে গেল সর্বাঙ্গ...! হাওড়ায় বৃদ্ধের নির্মম পরিণতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল