হাওড়ার ঐতিহ্যবাহী প্রাচীন মার্টিন ব্রিজে ফাটল। হাওড়ার জিটি রোডে মধ্য হাওড়ার সঙ্গে উত্তর হাওড়ার যোগাযোগের অন্যতম মাধ্যম হল এই ব্রিজ। এই ব্রিজ বাঙালবাবু ব্রিজ নামেও পরিচিত। ব্যস্ততম এই প্রাচীন ব্রিজে যাতে কোনও রকম অঘটন না ঘটে তার জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। মধ্য হাওড়ার সঙ্গে উত্তর হাওড়া, সালকিয়া, বালি, বেলুড়, লিলুয়ার যোগাযোগের অন্যতম মাধ্যম বাঙালবাবুর ব্রিজ। ৯০ বছরের বেশি পুরনো এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। মঙ্গলবার হাওড়া ময়দানের দিক থেকে ব্রিজে ওঠার পর রাস্তার ডানদিকের অংশ ও পাঁচিলে বড়সড় ফাটল দেখা দেয়। যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। ব্রিজের নীচে সাপোর্ট দেওয়ার কাজও শুরু করেছে রেল। কিন্তু রেলের তরফে সবুজ সংকেত না মেলায় বাঙালবাবুর ব্রিজে ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে এখনও ধন্ধে রয়েছে পুলিশ।
advertisement
ফাঁসিতলা মোড় থেকে গুলমোহর মোড় পর্যন্ত বিস্তৃত এই বাঙালবাবুর ব্রিজে দিনভর ছোট-বড় ভারী যান চলাচলের চাপ থাকে। ফাঁসিতলার পেট্রল পাম্প থেকে ব্রিজে উঠতেই ডান দিকের অংশের রাস্তায় প্রায় ৮ থেকে ১০ ফুট লম্বা ফাটল দেখা যায়। ফাটলের কারণে পাশের পাঁচিলটিও খানিকটা হেলে গিয়েছে। বিষয়টি নজরে আসতেই হাওড়া সিটি পুলিশের তরফে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়।
পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, ব্রিজ রক্ষণাবেক্ষণের বিষয়ে রেল চূড়ান্ত উদাসীন। ব্রিজে বিপজ্জনকভাবে ফাটল ধরেছে। যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই ব্রিজে যাতে যান চলাচল নিয়ন্ত্রণ করা যায়, সেজন্য রেল ও হাওড়া সিটি পুলিশকে জানান হয়েছে। হাওড়া পুরসভার তরফে সরাসরি অভিযোগ তোলা হয়েছে রেলের বিরুদ্ধে। রেলের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা হচ্ছে।
হাওড়ার বাঙালবাবু এই ব্রিজের ফাটল ধরার কারণ যদিও এখনও স্পষ্ট নয়। তবে কয়েকমাস আগে থেকেই ব্রিজের পাশেই রেলের তরফ থেকে তৈরি করা হচ্ছে একটি অন্য ফ্লাইওভার। তার কাজ যার ফলে স্থানীয় বাসিন্দারা মনে করছে, নতুন ফ্লাইওভারটি তৈরি করার সময় যে ভাইব্রেশন হচ্ছে তার জেরে বাঙাল বাবু ব্রিজে ফাটল দেখা দিয়েছে। অন্যদিকে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয় সম্পূর্ণ বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে রেলের পক্ষ থেকে একটি বৈঠকও করা হয়েছে। ইতিমধ্যে রেলের তরফ থেকে রাস্তা মেরামতির ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান হয়েছে।