রাতের অন্ধকারে পুলিশের সারপ্রাইজ ভিজিট! ঘাড় ধরে গ্রেফতার ৬ অনুপ্রবেশকারী বাংলাদেশি, কীভাবে অবৈধ পথে ভারতে প্রবেশ?

Last Updated:

Bangladeshi Arrested: গোপন সূত্রে খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদের রাণীনগর এবং ডোমকলে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করেছে ৬ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে। কোথা থেকে কীভাবে অবৈধপথে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করল তদন্ত করছে পুলিশ।

৬ অনুপ্রবেশকারী বাংলাদেশি গ্রেফতার
৬ অনুপ্রবেশকারী বাংলাদেশি গ্রেফতার
রানীনগর, মুর্শিদাবাদ, রাকিবুল ইসলাম: গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদের রাণীনগর থানার হারুডাঙ্গা এলাকায় অভিযান চালায় রাণীনগর থানার পুলিশ। ওই এলাকায় পুলিশি অভিযান চলাকালীন গ্রেফতার হয়েছে ৪ অনুপ্রবেশকারী বাংলাদেশি।
চার যুবক অবৈধভাবে কাঁটাতার পার করে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিলেন। সেই সময় তাদের চারজনকে হাতেনাতে ধরে ফেলে রাণীনগর থানার পুলিশ। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে কোন সদুত্তর দিতে না পারায় এবং বৈধ কাগজপত্র না দেখাতে পারায় চারজনকেই গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুনঃ দুশ্চিন্তা কাটিয়ে নতুন আশার আলো! চেনা ছবি বদলে একেবারে উলটো চিত্র কুমোর পাড়ায়, ঠিক কী ঘটছে দুর্গাপুরের কুমোরটুলিতে?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চার যুবক প্রায় ছয় মাস আগে অবৈধভাবে কাঁটাতার পার করে ভারতে প্রবেশ করেন এবং কেরলে রাজমিস্ত্রির কাজ করেন প্রায় ৬ মাস ধরে। বুধবার রাতে ওই চারজন রাণীনগর হয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিলেন। কিন্তু সঠিক সময়ে সেখানে পৌঁছে গিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
advertisement
পাশাপাশি অন্যদিকে ডোমকল থানার ভাতশালা এলাকায় ডোমকল থানার পুলিশ অভিযান চালিয়ে দুই অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেফতার করে। জানা যায়, কাজের সন্ধানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তিন দিন আগেই। মুর্শিদাবাদের পৃথক দুই জায়গা থেকে মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ তবে কি রাজ্যে SIR প্রস্তুতি তুঙ্গে! কলকাতা এসেই দফায় দফায় বৈঠক…! নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় আর কারা?
এদের মধ্যে চারজনের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায়। আরও দুজনের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায়। ধৃতদের মধ্যে রাণীনগর থানা এলাকায় যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বৃহস্পতিবার লালবাগ মহকুম আদালত তোলা হয়। ডোমকল থানার পুলিশের হাতে গ্রেফতার ২ বাংলাদেশিকে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। বাংলাদেশিরা কোথা থেকে কীভাবে অবৈধপথে ভারতে প্রবেশ করল! ঘটনার পুরো তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতের অন্ধকারে পুলিশের সারপ্রাইজ ভিজিট! ঘাড় ধরে গ্রেফতার ৬ অনুপ্রবেশকারী বাংলাদেশি, কীভাবে অবৈধ পথে ভারতে প্রবেশ?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement