Business Idea: চাকরি অতীত! মেদিনীপুরের যুবকের দুর্দান্ত বিজনেস আইডিয়া, বাড়ির ছোট্ট জায়গায় করছেন 'এই' কাজ, আয় লক্ষ লক্ষ টাকা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
সামান্য পরিচর্যা ও ছোট্ট পরিসরে এখন কয়েক লক্ষ টাকার ব্যবসা, মাত্র কয়েক হাজার টাকা খরচে কয়েকগুণ লাভ প্রতিবছর।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: যেখানে একের পর এক শিক্ষিত যুবক চাকরির আশায় দিন গুনছেন, সেখানে অন্যরকম এক দৃষ্টান্ত স্থাপন করেছেন এক যুবক। বাড়ির সামান্য পরিসরে বুদ্ধি খাটিয়ে করেছেন এই কাজ। যার থেকে প্রতি বছর মিলছে কয়েক লক্ষ টাকা। গ্রামীণ এলাকায় উদ্যোগী এই যুবকের ভাবনা অবাক করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত ঝিলিঙ্গা গ্রামের রাম বেরা। সরকারি বা বেসরকারি চাকরির পিছনে না ছুটে, গ্রাম্য পরিবেশে দেশি মুরগি চাষ করে তিনি গড়ে তুলেছেন আয়ের এক নতুন মডেল, যা এখন আশার আলো দেখাচ্ছে এলাকার বহু যুবককে।
একসময় কাজের অভাবে চিন্তিত ছিলেন তিনি। কিন্তু হাল না ছেড়ে শুরু করেন এই ব্যবসা। গ্রামের স্বাভাবিক আবহাওয়া, খোলা জায়গা আর অল্প পুঁজিকে হাতিয়ার করে শুরু করেন দেশি মুরগি চাষ। শুরুটা খুব ছোট পরিসরে, মাত্র কয়েক ডজন মুরগি নিয়ে। এখন তাঁর খামারে প্রায় ৫০০-রও বেশি দেশি মুরগি। প্রতিদিনই তার দেখভাল করেন তিনি। যদিও তেমন কোনও পরিচর্যা নেই এই দেশি মুরগি প্রতিপালনে।
advertisement
advertisement
দেশি মুরগি পালন খুব বেশি খরচসাপেক্ষ নয়। প্রায় ১০০ মুরগি পালনে খরচ হয় প্রায় ১৭ থেকে ১৮ হাজার টাকা। কিন্তু মাত্র তিন মাসে সেই চাষ থেকেই লাভ হয় ৩০ হাজার টাকার মতো। বর্তমানে বছরে চারবার বিক্রির সুযোগ পান তিনি, ফলে প্রতি বছর প্রায় ২ লক্ষ টাকারও বেশি লাভ হচ্ছে তাঁর। শুধু তাই নয়, দেশি মুরগি খুব বেশি অসুস্থ হয় না, ওষুধপত্র বা খাদ্যও তুলনামূলকভাবে সহজলভ্য। ফলে ঝুঁকি কম, পরিশ্রম বেশি নয়, কিন্তু লাভ অনেক।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পশ্চিম মেদিনীপুরের ওই যুবক এখন এলাকার অন্যান্য বেকার যুবকদেরও উৎসাহ দিচ্ছেন এই ধরনের ছোট উদ্যোগে নামতে। রামের কথায়, “চাকরির পিছনে না ছুটে, যদি গ্রামের মধ্যেই নিজের কাজ তৈরি করা যায়—তাহলে পরিবার, সমাজ, এমনকি নিজের আত্মবিশ্বাসও বদলে যাবে।” রামের খামারে এখন প্রতিদিনই গ্রামের নানা মানুষ আসেন দেখতে, কেউ শেখার জন্য, কেউ আগ্রহ নিয়ে শুরু করার পরিকল্পনা করতে। এক কথায়, রাম বেরা এখন গ্রামের নতুন অনুপ্রেরণা—একজন “দেশি উদ্যোক্তা”, যিনি প্রমাণ করেছেন, সাফল্য শহরের আলোয় নয়, পরিশ্রমে আর ভাবনায় প্রতিষ্ঠিত হওয়া সম্ভব।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
October 09, 2025 4:55 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: চাকরি অতীত! মেদিনীপুরের যুবকের দুর্দান্ত বিজনেস আইডিয়া, বাড়ির ছোট্ট জায়গায় করছেন 'এই' কাজ, আয় লক্ষ লক্ষ টাকা