২ পাড়ার বচসা, তুমুল ইটবৃষ্টি! এ কী কাণ্ড! হুলুস্থুল দক্ষিণ ২৪ পরগনায়, কেন ঘটল এমন ঘটনা?

Last Updated:

দুই পাড়ার মধ্যে বচসার জেরে ইটবৃষ্টিতে থমথমে গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে মারধরের অভিযোগে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে জেরে থমথমে এলাকা
সংঘর্ষে জেরে থমথমে এলাকা
মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: রবীন্দ্রনগরে দুই পাড়ার মধ্যে বচসার জেরে ইটবৃষ্টিতে থমথমে গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে মারধরের অভিযোগে এই ঘটনা ঘটে।
মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগেই প্রথমে দুই পাড়ার মধ্যে বচসা শুরু হয়। মহেশতলা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঘটনা এটি। আলমপুর মাদ্রাসা পাড়া ও কুদ্দুস পাড়ার মধ্যে সংঘর্ষ শুরু হলে শুরু হয় ইট বৃষ্টি। এই ইট বৃষ্টির জেরে বেশ স্থানীয়রা আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
advertisement
advertisement
কীভাবে এই ঘটনা এত বড় আকারে সংঘর্ষে রূপ নিল তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার ওই এলাকার এক পাড়ার মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের ঘটনা নিয়ে দুই পাড়ার মধ্যে চাপা উত্তেজনা চলছিল। সেই সময় অন্য পাড়া থেকে কিছু ব্যক্তি এসে এই ঘটনা নিয়ে উস্কানি দেয়। যার জেরেই এই ঘটনা ঘটে। এই ইট বৃষ্টির ঘটনায় দুই পাড়ার প্রায় ৫০-৬০ জন জড়িয়ে পড়ে। ক্রমে ঘটনা বড় আকার নেয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে। এই ঘটনায় সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে। কিভাবে দ্রুত এত লোক জড়ো হল সেই দিকটি খতিয়ে দেখছে পুলিশ। ইটবৃষ্টির ঘটনায় আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সেই সঙ্গে আটজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ নিয়ে গিয়েছে এলাকা থেকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২ পাড়ার বচসা, তুমুল ইটবৃষ্টি! এ কী কাণ্ড! হুলুস্থুল দক্ষিণ ২৪ পরগনায়, কেন ঘটল এমন ঘটনা?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement