West Medinipur News: এই প্রথমবার! তাও ধান চাষের জমিতে, ধান কাটতে গিয়ে যা চোখে পড়ল, দেখে চমকে গেছে সকলে

Last Updated:

West Medinipur News: প্রতিদিনই বৃষ্টি লেগেই রয়েছে। তাই এই বৃষ্টির মধ্যে ধান কাটার মরিয়া চেষ্টা কৃষকদের। কোথাও হাতে আবার কোথাও মেশিনে কাটা হচ্ছে ধান। তবে সেই ধান জমিতে বিশাল লম্বা কালো বিশেষ প্রাণীকে দেখে হতচকিত সকলে।

+
ধান

ধান চাষের জমি থেকে উদ্ধার পাইথন

কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: প্রতিদিনই বৃষ্টি লেগেই রয়েছে। তাই এই বৃষ্টির মধ্যে ধান কাটার মরিয়া চেষ্টা কৃষকদের। কোথাও হাতে আবার কোথাও মেশিনে কাটা হচ্ছে ধান। তবে সেই ধান জমিতে বিশাল লম্বা কালো বিশেষ প্রাণীকে দেখে হতচকিত সকলে। ধান কাটা ফেলে রেখে দে দৌড় প্রত্যেকের। ধান চাষের জমি থেকে যা উদ্ধার হল এদিন, জানলে চমকে যাবেন আপনিও। জঙ্গলমহলে প্রত্যন্ত এলাকায়, নদীর পাড়ে ধান চাষের জমি থেকে উদ্ধার হল এই বিশাল আকার প্রাণী। যাকে দেখে রীতিমত ভিড় জমে এলাকায়। খবর যায় বন দফতরে।
বন দফতরের কর্মীরা এসে উদ্ধার করে প্রাণীটিকে। তবে জঙ্গলমহলে সচরাচর এমন প্রাণী দেখা যায় না। কোথা থেকে এল এটা ,তার খোঁজ করছে বন বিভাগ। মাঠে ধান কাটার সময় হঠাৎ বেরিয়ে আসে বিশাল আকৃতির এক অজগর সাপ। যে কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল কেশিয়াড়ির সুবর্ণরেখা নদী তীরবর্তী আমিলাশাই গ্রামে। মাঠে ধান কাটার সময় হঠাৎই দেখতে পাওয়া যায় বিশাল আকৃতির এই অজগর সাপটিকে। ধান চাষের জমিতে এই অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন জমিতে কাজ করতে যাওয়া লোকজনেরা। আর এই ঘটনার পর চাঞ্চল্য সৃষ্টি হয়।
advertisement
advertisement
বন বিভাগে খবর দিলে বন কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করে। জানা গিয়েছে, ধান চাষের জমিতে ধান কাটার কাজ চলছে। তখন হঠাৎ মাঠে দেখা যায় প্রায় ৬ ফুট লম্বা, ১৫ কেজি ওজনের এই অজগর সাপটিকে। প্রথমে সবাই আতঙ্কিত হয়ে পড়লেও পরে সাপটিকে উদ্ধার করে এনে বন কর্মীদের হাতে তুলে দেয় স্থানীয়রা। ইতিমধ্যেই কেশিয়াড়ি বনবিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে এসেছে। যথাযথ চিকিৎসা এবং পরিচর্যার পর সাপটিকে মুক্ত করে দেওয়া হবে। বেশ কিছুজন মনে করছে পাশে সুবর্ণরেখা নদী থাকার কারণে নদী থেকে আসতে পারে এই সাপটি। তবে সচরাচর কেশিয়াড়ি এলাকায় দেখা যায় না অজগর।
advertisement
বিষাক্ত বেশ কিছু সাপ থাকলেও অজগর সাপের দেখা মেলে না এই এলাকায়। কোথা থেকে এল এই সাপটি? আরও কি সাপ রয়েছে? তার খোঁজ চালাচ্ছে বনকর্মীরা।
তবে সাত সকালে ধান চাষের জমিতে দীর্ঘ এই অজগর সাপ উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এলাকার মানুষ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: এই প্রথমবার! তাও ধান চাষের জমিতে, ধান কাটতে গিয়ে যা চোখে পড়ল, দেখে চমকে গেছে সকলে
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement