TRENDING:

Howrah News: টোটো-অটো থাকলেও এই রুটে ট্রেকারের চাহিদাই তুঙ্গে! কারণ জানলে অবাক হবেন

Last Updated:

টোটো অটো থাকলেও এই রুটে ট্রেকারই যাত্রীদের ফেভারিট!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: টোটো, অটো থাকলেও এই রুটে ট্রেকার যাত্রীদের ফেভারিট! কখনও ছাদে বেশ কয়েকজন যাত্রী, কখনও আবার যাত্রীরা ঝুলছেন দরজা ধরে। দীর্ঘদিন ধরে এভাবেই বাদুর ঝুলে পারাপার করছে মানুষ। রাস্তায় অটো থাকলেও মুন্সিরহাট, সাঁকরাইল, বেগরি রুটে যাত্রীরা নিয়মিত ট্রেকারে যাত্রীরা এভাবে যাতায়াত করছেন। একসময় এই রুটে বাসের সংখ্যা ছিল প্রায় থেকে ৫০টির বেশী। বর্তমানে খুব কম সংখ্যক বাস চলাচল করছে। পর্যাপ্ত যাত্রীর অভাবে লোকসানে পড়তে হয় বাস মালিকদের। যার জেরে বাস পরিষেবা প্রায় বন্ধের মুখে। দীর্ঘ অপেক্ষার পর রুটে সিটিসি পরিষেবা চালু হয়েছে কয়েক বছর হল। তবেও সেই বাসেরও তেমন দেখা মেলে না যাত্রীদের।
advertisement

মুন্সিরহাট ও সাঁকরাইল – বেগরি রুট যাত্রীদের প্রধান ভরসা ট্রেকার। অফিস টাইম ও অফিস ফিরতি সময় যাত্রীর চাপ কয়েকগুণ বেড়ে যায়। যাত্রীদের একাংশের দাবি তারা বাধ্য হয়েই বেছে নেয় ট্রেকার। তাঁদের বক্তব্য অন্যান্য পরিবহণের মাধ্যমের থেকে ট্রেকারে করে তাঁরা খুব স্বল্প সময়ে তাঁদের গন্তব্যস্থলে অনায়াসে পৌঁছে যেতে পারেন। এমনকি ১০ মিনিট অন্তর থাকে এই ট্রেকার পরিষেবা। শুধু তাই নয় রাত হলেও অতিরিক্ত ভাড়া লাগে না, তাই অটো, টোটো থেকে ট্রেকারকেই বেছে নিয়েছেন যাত্রীরা।

advertisement

আরও পড়ুন: সস্তার মাছ বলে নাক সিটকান? তপসে-ভেটকিও হার মানবে, ১০ মিনিটে ঘরে বানিয়ে নিন মুচমুচে ফিস ফ্রাই, এক কামড়েই শেষ!

ট্রেকার সংগঠনের সেক্রেটারি অনাথ রঞ্জন ত্রিপাঠি জানান, তাঁরা সকাল ৬ টা থেকে রাত্রি সাড়ে ৯ টা পর্যন্ত তাঁদের পরিষেবা দিয়ে চলেছেন। এমনকি রাত হলেও বেশি ভাড়া নেওয়া হয় না বলে জানান তিনি ট্রেকার চালক বিমল জানা জানান, ২০০০ সাল থেকে ২৪ বছর তিনি এই রুটের ট্রেকার চালিয়ে তাঁর সংসার চালাচ্ছেন। তবে তিনি এও জানিয়েছেন, অটোর জন্য তাঁদের ব্যবসা আগের থেকে মার খেয়েছে। তবে মানুষের জন্য পরিষেবা দিয়ে চলেছেন তাঁরা।

advertisement

View More

আরও পড়ুন: পেঁয়াজের বাজার আগুন! দাম কত দিনে কমবে জানাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা

আরেক ট্রেকার চালক আব্দুল রহমান আনসারী জানান, আগে নিজের গাড়ি থাকলেও বর্তমানে মুন্সিরহাট ও সাঁকরাইল-বেগরি রুটে অন্যের গাড়ি চালিয়ে নিজের সংসার চালাচ্ছেন। এক এক করে জেলায় একাধিক ট্রেকারের রুট বন্ধ হলেও ২০০০ সাল থেকে প্রায় ২৪ বছর এই রুটে ৬০ টি গাড়ি চলাচল করছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: টোটো-অটো থাকলেও এই রুটে ট্রেকারের চাহিদাই তুঙ্গে! কারণ জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল