TRENDING:

West Bengal News: বিশ্বসেরা বাংলার ছেলে...! ১০ বছরের সৌজন্যকে ঘিরে জয়জয়কার হাওড়ায়! সাধারণ জ্ঞান, অঙ্ক, ইংরেজি থেকে হ্যান্ড রাইটিং, চমকে দেওয়া সাফল্য

Last Updated:

West Bengal News: বিস্ময় বালক, মাত্র ১০ বছর বয়সেই ঝুলিতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক পুরস্কার! এবার আন্তর্জাতিক সংস্থার একটি আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় দেশের একমাত্র এবং সারা পৃথিবীর মধ্যে যৌথভাবে শীর্ষস্থানে সৌজন্য মাজি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: বিস্ময় বালক, মাত্র ১০ বছর বয়সেই ঝুলিতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক পুরস্কার! এবার আন্তর্জাতিক সংস্থার একটি প্রতিযোগিতায় দেশের একমাত্র এবং সারা পৃথিবীর মধ্যে চিন ও ভারত যৌথভাবে শীর্ষস্থানে হাওড়ার ছেলে সৌজন্য মাজি।
advertisement

সাধারণ জ্ঞান অঙ্ক ইংরেজি থেকে হাতের লেখা সব ক্ষেত্রে রয়েছে অসামান্য দক্ষতা। এবার স্পেলিং বা বানান দক্ষতার জেরে বিভিন্ন দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে শীর্ষস্থানে সে। এর আগে স্পেল-এ-থন অলিম্পিয়াড, লিডো ইয়ং অ্যাচিভার ক্রিয়েটিভ প্রবলেম সলভার, লিটল ল্যাপ, কালাম ওয়ার্ল্ড রেকর্ড-সহ একাধিক পদক জয়ের রেকর্ড। সব মিলিয়ে এমন প্রায় ১৫ – ২০টি খেতাব তার ঝুলিতে।

advertisement

আরও পড়ুন: ৬-৬-৬…! হাঁটার ‘রুটিনে’ জুড়ে দিন সুপারহিট ‘ফর্মুলা’! হুড়মুড়িয়ে কমবে ওজন, হার্ট থাকবে সুস্থ! শিখুন পারফেক্ট ‘ওয়াকিং’ রুলস

সৌজন্যের পরিবার সূত্রে জানা যায়, যখন দুই থেকে তিন বছর বয়স তবে স্কুলে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি চলছিল, সে সময় যা কিছু তাকে পড়ানো হয় সবটুকুই নিজের আয়ত্তে করে নিয়েছিল সৌজন্য। তারপর স্কুলে লেখাপড়া শুরু। নিজের পাঠ্য বই ছাড়াও সাধন জ্ঞানে তার দারুন আগ্রহ।

advertisement

আরও পড়ুন: রাত ৩ টের সময় হঠাৎ ‘ঘুম’ ভেঙে যাওয়ার ‘অর্থ’ কী জানেন…? এক গভীর প্রাকৃতিক ‘সঙ্কেত’! কী করতে হবে জানা জরুরি!

বিশেষ করে অঙ্ক ইংরেজিতে অসামান্য দক্ষতা লক্ষ্য করার মতো। এরপর কৌতূহলবশত এক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ। প্রথমবারেই শীর্ষস্থান দখল, তারপর একের পর এক পুরস্কার জয়। এবার আন্তর্জাতিক স্তরের এই পুরস্কার জয়ে আরও বেশি করে আশার আলো দেখাচ্ছে সৌজন্য।

advertisement

আরও পড়ুন: ওষুধের কারখানা…! ভিটামিন এ, সি, কে ভর্তি…! ‘সবুজ’ রঙের এই ‘সবজি’ মেলে মাত্র ৩ মাস, গুণ শুনলেই ছুটবেন বাজার

এ প্রসঙ্গে সৌজন্যের মা, মৌসুমী মাজি জানান, ২০২৪ সালের মার্চ মাসে এই আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সৌজন্য। দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পর অবশেষে দিন কয়েক আগে ইমেইলের মাধ্যমে জানতে পারে সারা পৃথিবীর মধ্যে চিনের একজন পড়ুয়া এবং ভারতের সৌজন্য যৌথভাবে শীর্ষস্থান দখল করেছে। এতে আমরা সকলেই ভীষণ আনন্দিত বলে জানান তিনি। তিনি আরও জানান, এই সাফল্যে সকলেই আনন্দিত। বিভিন্ন জায়গা থেকে সৌজন্যকে শুভেচ্ছা জানানো হচ্ছে। ইতিমধ্যেই স্কুল থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে বাংলার গর্বের এই পড়ুয়াকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: বিশ্বসেরা বাংলার ছেলে...! ১০ বছরের সৌজন্যকে ঘিরে জয়জয়কার হাওড়ায়! সাধারণ জ্ঞান, অঙ্ক, ইংরেজি থেকে হ্যান্ড রাইটিং, চমকে দেওয়া সাফল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল