শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দশটি দমকলের ইঞ্জিন পৌঁছয়। সোমবার বিকেলে ডোমজুড়ের ঝাপড়দহ ও রুদ্রপুর মধ্যবর্তী ইন্ডাস্ট্রি এলাকার একটি কারখানায় আগুন। বেশ কিছুটা দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়।
advertisement
স্থানীয়দের কথায় জানা যায় এটি একটি কেমিক্যাল কারখানা, গত কয়েকদিন ধরে কারখানাটি বন্ধ ছিল বলেই জানান তারা। গোটা কারখানায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে দেখেন স্থানীয়রা। দাহ্য পদার্থ কারখানার মজুদ থাকার ফলেই আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়। তবে ওই এলাকায় জনবসতি না থাকার ফলে কিছুটা চিন্তা মুক্ত।
গত কয়দিনে জেলায় একাধিক আগুন লাগার ঘটনা। এর মধ্যে মর্মান্তিক ঘটনা ঘটে আলামপুর থার্মোকল কারখানায়। সেখানে এক যুবকের মৃত্যু ঘটে। তবে এই কেমিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনায় ভয়ঙ্কর ভাবে জ্বলতে দেখে গেলেও কারখানা বন্ধ থাকার ফলে কোনও ব্যক্তি বা কর্মচারী আটকে থাকার আশঙ্কা কম বলেই জানাচ্ছেন স্থানীয় মানুষ।
এই এলাকায় ঘন বসতি বা জনবহুল না হওয়ার কারণে কিছুটা স্বস্তিতে। তবে পার্শ্ববর্তী স্থানে যাতে কোনওভাবে আগুন ছড়িয়ে না পড়ে তা নিয়ে তৎপর দমকল কর্মীরা। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপ-প্রধান-সহ পঞ্চায়েত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছয়। কারখানায় আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে ডোমজুড় থানার পুলিশ।
রাকেশ মাইতি





