আরও পড়ুন- গটগট করে DM অফিসে ঢুকে গেলেন যুবক! হাতের ‘হলুদ ব্যাগে’ কী…? খুলতেই হতভম্ব কন্সটেবল
আরও পড়ুন- ‘ওটা আমার বাবা ছিল না!’ শেষকৃত্যের পর মর্গে এসে যা বলল মেয়ে…শিউরে উঠবেন!
কিছু বছর আগেও বোটিং হত বোটানিক্যাল গার্ডেনের কিংস লেকে। টেন্ডার সমস্যায় ২০১৭ সালে বন্ধ হয় বোটিং, তারপর জমছিল একরাশ জলজ উদ্ভিদ। বিশাল এই জলাশয়ে জলের তলার আগাছা পরিষ্কার করার বড় সমস্যা। হয়ত বোটিং চললে তা পরিষ্কার হত সহজেই। জলাশয় পরিষ্কার রাখতেই আবার শুরু হল এই বোটিং পরিষেবা।
advertisement
২৩৭ বছরের পুরনো এই বাগানের নাম একসময়ে ছিল ‘কোম্পানির বাগান’। তার পর নাম হয় ‘রয়্যাল বোটানিক গার্ডেন’। গার্ডেনের তৎকালীন অধিকর্তা ছিলেন স্যার জর্জ কিং। তাঁর পরামর্শেই প্রতিষ্ঠিত হয় বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই কিংস লেক তাঁর নামেই। সেই লেকেই আবার শুরু হল পেডাল বোটিং। গার্ডেনের প্রবেশ মূল্য ছাড়া এই বোটিংয়ের জন্য কাটতে হবে আলাদা টিকিট। একবার টিকিট কেটে কিংস লেকের জলে ঘোরা যাবে আধ ঘণ্টা।
আরও পড়ুন- ইনিই বলেছিলেন ‘করোনা’ আসবে! ২০২৫ সাল নিয়ে কী ‘ভবিষ্যদ্বাণী’ ৩৮ বছরের যুবকের?
বোটিং এর পাশাপাশি এত বড় গার্ডেনে ঘুরে দেখবার জন্য ১লা ডিসেম্বর থেকে চালু হল ব্যাটারিচালিত যান। বর্তমানে ২টি ব্যাটারি চালিত যান চলছে| মূলত বয়স্ক লোক,শিশু, প্রতিবন্ধীরা এই যানে চলাচল করতে পারছেন। প্রতি জনের ৫০ টাকা করে চার্জ ধায্য করা হয়েছে এই ব্যাটারিচালিত যানগুলোর জন্য। এছাড়া পুরো গাড়িও বুকিং করতে পারেন। ছোট গাড়ি -বড় গাড়ি অনুযায়ী ২০০-৩০০ টাকা চার্জ নেওয়া হচ্ছে। এই গাড়িগুলো বিভিন্ন রুট অনুযায়ী গার্ডেনের ভিতর ঘোরাচ্ছে। বোটানিক্যাল গার্ডেনের টিকিট কাউন্টার থেকে এই গাড়িগুলো বুকিংয়ের সুবিধা।
বি গার্ডেন এবার আরও আকর্ষণ বাড়তে চলেছে ক্যাফেটেরিয়া পরিষেবার জন্য। সারা বছরে ডিসেম্বর – জানুয়ারিতে সর্বাধিক পর্যটক আসেন, তবে পর্যটকদের জন্য সুখবর বি গার্ডেনে মিলছে খাওয়াদাওয়ার সুযোগ। বোটানিক্যাল গার্ডেন প্লাস্টিকমুক্ত জোন। সেই দিক থেকে যাতে বাইরের খাবার বা প্লাস্টিক কোনও ভাবে না আসে, সেটা দেখা হবে। একই সঙ্গে খাবারের সুবিধা পেলে আরও বেশি করে আকৃষ্ট হবেন পর্যটক। উভয় দিকে গুরুত্ব রেখেই কর্তপক্ষের এই উদ্যোগ। সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই ক্যাফেটেরিয়া খোলা থাকবে। গার্ডেনের কমিটি অনুযায়ী ক্যাফেটেরিয়ার বিভিন্ন খাবারের দাম মানুষের নাগালের মধ্যে রাখা হয়েছে।
বোটানিক্যাল গার্ডেন সারা দেশের মানুষের আকর্ষণে। প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত বয়সের মানুষকে আকর্ষণ করে। এবার বোটিং, ক্যাফেটেরিয়া এবং শিশু ও বয়স্কদের জন্য দারুন সুবিধা জনক ব্যাটারী চালিত গাড়ি পরিষেবা ফলে বোটানিক্যাল গার্ডেনের প্রতি আরও আকর্ষণ বাড়ছে সাধারণ মানুষের।