TRENDING:

বন্যার জেরে বেহাল ঘাটাল,রাখী কেনা বেচায় ভাটা

Last Updated:

 নয় অগাষ্ট রাখি বন্ধন উৎসব। কিন্তু বর্ষা বাদলের দিনে বিক্রিবাটা নেই বললেই চলে। ঘাটাল শহর জুড়ে শুধুই হতাশা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মিজানুর রহমান, পশ্চিম মেদিনীপুর: হাতে আর মাত্র কয়েকটি দিন, তার পরেই বাঙালির বারো মাসের তেরো পার্বণের এক ঐতিহ্যবাহী উৎসব রাখী বন্ধন উৎসব। এই রাখিবন্ধনের সঙ্গে জড়িয়ে রয়েছে একধারে ধর্মীয় ও ঐতিহাসিক ঘটনার মেলবন্ধন, অন্যদিকে সম্প্রীতির উৎসব। এবছর নয় অগাষ্ট রাখি বন্ধন উৎসব পালিত হবে। কিন্তু বর্ষা বাদলের দিনে বিক্রিবাটা নিয়ে ঘাটাল শহর জুড়ে উঠে এল শুধুই হতাশা।
advertisement

রাখি পূর্ণিমাতে বিশেষ করে বোনেরা ভাইদের মঙ্গল কামনায় পবিত্র রাখি পরিয়ে দেয়।

আরও পড়ুন: মালদহ, মুর্শিদাবাদের ভাঙ্গন রুখতে রিপোর্ট তৈরির কাজ শুরু, অর্থ দেবে কে? কেন্দ্রের সাহায্য?

রাখি বন্ধন উৎসবের ইতিহাস খুঁজলে ধর্মীয় ও ঐতিহাসিক দুই দিকই পাওয়া যায়। ধর্মীয় দিক থেকে উঠে আসে শিশুপাল বধের কাহিনী। তবে ভাই বোনদের উৎসব ছাড়াও এটি যে ভ্রাতৃত্বের উৎসব, তার প্রমাণ পাওয়া যাবে ভারতের ইতিহাস ঘাটলেই। সেখানে দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। এই উৎসবে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি স্থাপনের জন্য পারস্পরিক রাখি বন্ধনের মাধ্যমে মিলন ঘটানোর চেষ্টা করা হয়েছিল।

advertisement

তখন থেকেই রাখি শুধুমাত্র ভাইবোনদের উৎসব নয়, রাখি উৎসব ভাতৃত্ব এবং বন্ধুত্বের উৎসবও বটে। হাতে গোনা আর কয়েকটা দিন তারপরই রাখি পূর্ণিমা, দোকানে বিভিন্ন ধরনের রাখির সমাহার,কিন্তু ঘাটালের বন‍্যা পরিস্থিতি আরও বেহাল হওয়ায় বিক্রিবাটা নেই একদম। এমনিতেই বেশিরভাগ সময়ে বন‍্যায় ডুবে ঘাটাল। তারপর এবছর একনাগাড়ে বৃষ্টিতে নাজেহাল অবস্থা ঘাটালবাসীর। জল কমার বদলে উত্তরত্তর বৃদ্ধি পাচ্ছে। এমত অবস্থায় ক্রেতা শূণ‍্য দোকানে রাখি বিক্রির প্রসঙ্গ উঠতেই বিক্রেতার মুখে উঠে এল জলযন্ত্রণার কথা।

advertisement

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে অঘটন! ডুয়ার্সে হড়পা বানের তাণ্ডব, পাহাড়ি নদীতে তলিয়ে গেল আস্ত ট্রাক্টর!

সেরা ভিডিও

আরও দেখুন
দু'দশকে বেতন পাননি এক টাকাও, কিন্তু সময় হলেই স্কুলে হাজির হন শিক্ষার ঝুলি নিয়ে
আরও দেখুন

ঘাটালে রাখির দোকানদাররা পসরা সাজিয়ে বসে থাকলেও বন‍্যার জন‍্য বিক্রি নেই। কথাতেই আছে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। কিন্তু তা হলেও উৎসব তো আর থেমে থাকে না। বৃষ্টি থেমে রোদের ঝিলিকের দেখা মিললে রাখি বিক্রেতারা একটু সুখের মুখ দেখলেও দেখতে পারেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বন্যার জেরে বেহাল ঘাটাল,রাখী কেনা বেচায় ভাটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল