প্রবল বৃষ্টিতে অঘটন! ডুয়ার্সে ফের হড়পা বানের তাণ্ডব, পাহাড়ি নদীতে তলিয়ে গেল আস্ত ট্রাক্টর!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
ফের হড়পা বানের তাণ্ডব! ডুয়ার্সের পাহাড়ি নদীতে ডুবল ট্রাক্টর, আতঙ্ক জলঢাকা নদীতেও। পাহাড়ি নদীতে হড়পা বানে আবারও আতঙ্কের ছবি ডুয়ার্সেে
জলপাইগুড়ি: ফের হড়পা বানের তাণ্ডব! ডুয়ার্সের পাহাড়ি নদীতে ডুবল ট্রাক্টর, আতঙ্ক জলঢাকা নিয়েও। পাহাড়ি নদীর হড়পা বান আবারও আতঙ্কের ছবি দেখাল ডুয়ার্সে। বুধবার মাল ও নেওড়া নদীর সংযোগস্থলে আচমকা প্রবল জলস্রোত দেখা দেয়। ঠিক সেই সময় নদী পার হচ্ছিল একটি ট্রাক্টর। মুহূর্তেই প্রবল জলের তোড়ে উল্টে যায় গাড়িটি।
নদীর স্রোত এতটাই প্রবল ছিল যে ট্রাক্টরটি চোখের সামনে উল্টে গিয়ে তলিয়ে যায় জলে। কিছুক্ষণ পর জল নামতে জেসিবির সাহায্যে উদ্ধার করা হয় ট্রাক্টরটি। তবে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে যানটি। স্থানীয় বাসিন্দারা জানান, ভাগ্য ভালো যে চালক সময় মতো নেমে যেতে পেরেছিলেন। সম্প্রতি বিকেলে আরও একবার হড়পা বানের ছবি ধরা পড়ে জলঢাকা নদীতে।
advertisement
আরও পড়ুন: মালদহ, মুর্শিদাবাদের ভাঙ্গন রুখতে রিপোর্ট তৈরির কাজ শুরু, অর্থ দেবে কে? কেন্দ্রের সাহায্য?
advertisement
ডুয়ার্সের নাগরাকাটা সেতুর ওপর দাঁড়িয়ে আতঙ্কের চোখে জলঢাকার রূপ দেখেছেন এলাকাবাসী।আশ্চর্যজনকভাবে, এদিন ডুয়ার্সে বড়সড় বৃষ্টির কোনও চিহ্ন ছিল না, আবহাওয়া ছিল পরিষ্কার। নদীর জলও ছিল স্বাভাবিকের তুলনায় অনেকটা নিচে। কিন্তু আচমকা ফুলেফেঁপে ওঠে জলঢাকা। স্থানীয়দের অনুমান, ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জেরেই এই হড়পা বান।
advertisement
মাত্র কয়েকদিন আগেই নাগরাকাটার গাঠিয়া নদীতেও দেখা গিয়েছিল হড়পা বানের দৃশ্য। এবার জলঢাকা নদীতে সেই ছবি ফিরে আসায় চিন্তিত সাধারণ মানুষ। এই সময় নদীতে কেউ থাকলে প্রাণহানির আশঙ্কা থেকেই যাচ্ছে বলে মত প্রশাসন ও বাসিন্দাদের। তাই এই সময় পারাপারের সময় বাড়তি সচেতনতা এবং সতর্কতা প্রয়োজন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 01, 2025 11:14 AM IST