TRENDING:

Mobile Medical Unit: ছোটখাটো কারণে ছুটতে হবে না হাসপাতাল, শালবনিতে এবার দুয়ারেই স্বাস্থ্য পরিষেবা! পাওয়া যাবে ওষুধও

Last Updated:

Mobile Medical Unit: জঙ্গলমহলে এবার দুয়ারে চিকিৎসা পরিষেবা। শালবনি সহ একাধিক জায়গা মিলিয়ে মোট দশটি ভ্রাম‍্যমান চিকিৎসা কেন্দ্র চালু হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান : আর চিন্তা নেই। প্রত‍্যন্ত জঙ্গলমহলে এবার দুয়ারে চিকিৎসা পরিষেবা। মেদিনীপুর জেলায় শালবনি সহ একাধিক জায়গা মিলিয়ে মোট দশটি ভ্রাম‍্যমান চিকিৎসা কেন্দ্র চালু হল। মেদিনীপুর পৌর এলাকার মানুষের জন্য স্বাস্থ্যপরিষেবায় এক নতুন উদ্যোগ। চালু হল ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র।
advertisement

মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে মেদিনীপুর পৌরসভার সামনে থেকে এই পরিষেবার সূচনা করেন পৌরপ্রধান সৌমেন খান। উপস্থিত ছিলেন বিভাগীয় সিআইসি ইন্দ্রজিৎ পানিগ্রাহী, পৌরসভার নির্বাহী আধিকারিক ও অন্যান্য পদস্থ কর্মীরা। এই উদ্যোগের লক্ষ্য, শহরের প্রত্যেক নাগরিককে সহজে, দ্রুত ও সুলভে চিকিৎসার সুবিধা দেওয়া, বিশেষত প্রবীণ ও কর্মব্যস্ত মানুষের জন্য।

advertisement

আরও পড়ুন : মধ্যরাতে দাউদাউ করে আগুন, চন্দ্রকোনা রোডে পুড়ে ছাই দোকান! অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা

এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র আসলে এক চলমান ছোট হাসপাতাল। থাকছেন যোগ্য চিকিৎসক, সঙ্গে প্রশিক্ষিত ফার্মাসিস্ট। রোগীদের জন্য প্রাথমিক চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে। এখানে ৩২ রকমের ব্লাড টেস্ট করানোর সুযোগ থাকবে। ডায়াবেটিস, থাইরয়েড, কিডনি, লিভারসহ নানা জরুরি স্বাস্থ্যপরীক্ষা করা যাবে কোনও ভিড় বা ঝামেলা ছাড়াই।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দোরগোড়ায় হাজির হবে ডাক্তার, পাওয়া যাবে ওষুধ! জঙ্গলমহলে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা
আরও দেখুন

উন্নত সরঞ্জাম ও সুশৃঙ্খল ব্যবস্থায় সাধারণ মানুষ পাবেন শহরেই আধুনিক স্বাস্থ্যসেবার সুবিধা। মেদিনীপুর পৌরসভা জানিয়েছে, নির্দিষ্ট সূচী অনুযায়ী এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র প্রতিটি ওয়ার্ডে যাবে। প্রয়োজনে বিশেষ স্বাস্থ্যক্যাম্পেরও আয়োজন করা হবে। মানুষের বাড়ির একেবারে কাছেই রক্তপরীক্ষা, চিকিৎসা ও ওষুধ মিলবে। তাই এই উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহ রয়েছে চোখে পড়ার মত। এই মানবিক পদক্ষেপে মেদিনীপুর শহর আরও এক ধাপ এগোল সহজলভ্য স্বাস্থ্যপরিষেবার পথে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mobile Medical Unit: ছোটখাটো কারণে ছুটতে হবে না হাসপাতাল, শালবনিতে এবার দুয়ারেই স্বাস্থ্য পরিষেবা! পাওয়া যাবে ওষুধও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল