TRENDING:

Hooghly News: বন্ধ অস্থায়ী সেতু , বন্ধ হয়ে গেল ফেরি চলাচলও, সমস্যায় দুই নদী তীরবর্তী তিন জেলার নিত্য‌যাত্রী

Last Updated:

বন্ধ হুগলি ও পশ্চিম মেদিনীপুরের মধ্যবর্তী ফেরি পরিষেবা। চরম সমস্যায় দুই জেলার শতশত নিত্যযাত্রীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খানাকুল: বন্ধ হুগলি ও পশ্চিম মেদিনীপুরের মধ্যবর্তী ফেরি পরিষেবা। চরম সমস্যায় দুই জেলার শতশত নিত্যযাত্রীরা। স্বাধীনতার ৭৫ বছর কেটে গেলেও এখনো খানাকুল জুড়ে কাঠের বাঁশের সেতু রয়ে গেছে। বেশ কয়েকটি জায়গায় ইঞ্জিন চালিত নৌকাতে যাত্রী পারাপার হয়। আর যাত্রী পারাপার বন্ধ থাকায় ক্ষুব্ধ হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরের মুণ্ডেশ্বরী ও রূপ নারায়ন তীরবর্তী এলাকার মানুষজন।এরফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা।
advertisement

আরও পড়ুন: বাড়ির ছাদে কীসের আওয়াজ! পোলবায় তবে কি সত্যিই ভূতের অত্যাচার! শিউরে ওঠা ঘটনা

এই বিষয়ে ফেরি পরিষেবা প্রদানকারী সংস্থার দাবী খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নির্দেশে দুইপারের সংযোগকারী বাঁশের সাঁকো বন্ধ হয়ে আছে। তাই সাঁকোর দাবীতে ফেরী নৌকা বন্ধ রেখেছেন পশ্চিম মেদিনীপুর এলাকার মানুষ। ঘটনাকে কেন্দ্র করে বন্ধ হয়ে পড়েছে যাতায়াত।অন্যদিকে নিত্যযাত্রীরা জানান হঠাৎ করে যাতায়াতের একমাত্র ভরসা ফেরি ঘাটে বন্ধ রয়েছে। যার ফলে প্রচুর মানুষ চরম সমস্যায় পড়েছেন। এপার থেকে ওপারে যাতায়াতের জন্য বহু মানুষ দীর্ঘক্ষণ নদীর পাড়ে বসে থাকলেও কোনরূপ সমস্যা মেলেনি। নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই চাই দ্রুত ফেরি সার্ভিস চালু করা হোক।

advertisement

আরও পড়ুন: দুয়ারে রেশন মিলছে সঙ্গে মিলছে পোকা, আটার প্যাকেটে কিলবিল করছে

View More

অন্যদিকে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সমস্ত অভিযোগী অস্বীকার করে বলেছেন “খানাকুল বিধানসভায় যে সমস্ত ফেরিঘাট গুলো আছে সেগুলোতে অবৈধভাবে টাকা নেওয়া হয়। আমরা পঞ্চায়েত সমিতি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু এই ঘাট গুলি কোন বিধি-নিষেধ মানে নি তাই এদের ক্ষেত্রে পুনরায় নতুন ভাবে ডাক করা হবে। সেই মোতাবেক আমরা ডাকের জন্য তোড়জোড় শুরু করেছি। কিছু দালাল আছে তৎকালীন পঞ্চায়েত সমিতিতে কোটি কোটি টাকা নয়ছয় করেছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বন্ধ অস্থায়ী সেতু , বন্ধ হয়ে গেল ফেরি চলাচলও, সমস্যায় দুই নদী তীরবর্তী তিন জেলার নিত্য‌যাত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল