Ghost in Bengal: বাড়ির ছাদে কীসের আওয়াজ! পোলবায় তবে কি সত্যিই ভূতের অত্যাচার! শিউরে ওঠা ঘটনা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Ghost in Bengal: ভূতের আতঙ্কে ঘুম নেই গ্রামবাসীদের, গ্রামে যাচ্ছে বিজ্ঞানমঞ্চ।
হুগলি: রাত হলেই বাড়ছে বাড়ির ছাদের শব্দের তাণ্ডব। যেনো কেউ ইট দিয়ে বাড়ির ছাদে মারছে। তবে কে করছে তার উত্তর জানা নেই। এমনই ঘটনায় ঘুম উড়েছে এলাকাবাসীর। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভূতের আতঙ্ক ছড়ায়। ঘটনাটি ঘটেছে পোলবার ভাটুয়া গ্রামে।
স্থানীয় সূত্রে খবর , পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের ভাটুয়া গ্রামের উত্তম বিশ্বাসের বাড়িতে মহালয়ার পরদিন থেকে শব্দ হচ্ছে। থান ইট ফেলে দিলে বা কেউ ছুঁড়ে মারলে যেমন শব্দ হয় তেমন শব্দ। সন্ধ্যাপেরিয়ে রাত গভীর হলে শব্দও বাড়তে থাকে। কে করছে এই শব্দ কোথা থেকেই বা হচ্ছে তা খুঁজে দেখার চেষ্টা করেও পাননি ওই বাড়ির লোকজন। প্রতিবেশীরাও শব্দের কথা শুনেছেন। তবে শব্দের উৎস খুঁজে পাননি। কোনও ভূত প্রেত ভয় দেখাতে এমন শব্দ করছে কিনা তা নিয়ে চিন্তা আর আতঙ্কে দিন কাটে পরিবারের। ওঝা গুণিনের সঙ্গেওকথা বলে। ঘটনায় বিজ্ঞান মঞ্চ জানিয়েছেন ভূত নয়, কোনও অসৎ উদ্দেশ্যে ভয় দেখাতে কেউ শব্দ করছে।
advertisement
advertisement
ব্যান্ডেল বাজারে মুরগি বিক্রি করতে যান ভাটুয়া গ্রামের এক ব্যাক্তি। তার সঙ্গে পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য সন্দীপ সিংহের দেখা হয়।ঘটনা শুনে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা গত শুক্রবার ভাটুয়া গ্রামে যান।কথা বলেন উত্তম বিশ্বাসের পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে।উত্তম ও তার স্ত্রী পূর্নীমা জানান,দেওয়ালে জোরে ইট ঠুকলে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে।সেই শব্দের রেশ অনেক ক্ষন থাকছে।আমরা ছাদে গিয়ে দেখিছি বাড়ির চারিদিকেও ঘুরে কাউকে দেখতে পাইনি।রাত হলেই শব্দ বাড়ে। অনেকেই ভয়ে আছেন।
advertisement
অনেকেই মনে করছেন অশরীরী কিছু ওই বাড়িতে ভর করেছে। শব্দ ভূত কেন ওই বাড়িতে রাতে আসছে তা অবশ্য জানা নেই তাদের। বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা জানান,ভূত প্রেত না কেউ অসৎ উদ্দেশ্যে এমন করছে।বিজ্ঞান মঞ্চ যাবে এই খবর পেয়েই শব্দ কিছুটা কমেছে।তবে এখনওরাত গভীরে হঠাৎ হঠাৎ শব্দে ঘুম ভাঙছে পরিবারের সদস্যদের।সন্দীপ বলেন,মানুষের কুসংস্কার দূর করতে আবারও ওই বাড়িতে ওই গ্রামে যাবে বিজ্ঞান মঞ্চ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2023 7:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghost in Bengal: বাড়ির ছাদে কীসের আওয়াজ! পোলবায় তবে কি সত্যিই ভূতের অত্যাচার! শিউরে ওঠা ঘটনা