Inspiring Person: সাইকেলের লিক সারাতেন এক সময়, এখন একাই বুর্জ খলিফার ২২ ফ্ল্যাটের মালিক! কে এই ব্যক্তি?

Last Updated:

Inspiring Person: এই ব্যক্তি তার কঠোর পরিশ্রমের ভিত্তিতে একজন ব্যবসায়ী হয়ে উঠেছেন এবং দুবাইয়ের বুর্জ খলিফাতে বাইশটি ফ্ল্যাট কিনে সকলের নজরে চলে আসেন।

কোথায় থেকে কোথায় পৌঁছে যায় জীবন!
কোথায় থেকে কোথায় পৌঁছে যায় জীবন!
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন অনেক গল্পের কথা জানতে পারি আমাদের উদ্বুদ্ধ করে তোলে নিজেদের জীবনে এগিয়ে যেতে। আজ এমন একজনের কথা শুনবেন, যিনি শূন্য থেকে শুরু করলেও আজ কোটিপতি হয়ে গিয়েছেন। সেই ব্যক্তির নাম জর্জ ভি মেরাপারামবিল। কেরালার একটি গ্রামে বসবাস করতেন। মাত্র ১১ বছর বয়স থেকে তিনি তার বাবার সঙ্গে কাজ করতেন। তিনি খুবই গরিব পরিবারের সন্তান ছিলেন।
এই ব্যক্তি তার কঠোর পরিশ্রমের ভিত্তিতে একজন ব্যবসায়ী হয়ে উঠেছেন এবং দুবাইয়ের বুর্জ খলিফাতে বাইশটি ফ্ল্যাট কিনে সকলের নজরে চলে আসেন। তবে, সাফল্যে পৌঁছাতে তাঁকে বেশ লড়াই করতে হয়েছিল। আর কঠোর পরিশ্রম করেই তিনি বিশ্বের সর্বোচ্চ বিল্ডিংয়ের অনেকগুলো ফ্লাটের মালিক হয়েছেন।
advertisement
advertisement
জর্জ বলেন, “আমি একজন স্বপ্নদ্রষ্টা এবং আমি কখনও স্বপ্ন দেখতে বন্ধ করব না।” যে গ্রামে তিনি বসবাস করতেন এখানকার বেশিরভাগ মানুষই ছিলেন কৃষক এবং তাঁতী। তিনি কিছুদিন সুতোর ব্যবসা করেছিলেন। পরে তিনি কোনও এক জায়গায় সাইকেল মেকানিক হিসেবেও কাজ করেছিলেন।
advertisement
জর্জের আত্মীয়-স্বজনরা তাকে কটাক্ষ করে বলেছিলেন, তিনি কোনওদিন বুর্জ খলিফায় ঢুকতে পারবেন না। সেই কথাটা তাঁর মনে ভীষণভাবে লেগেছিল। যার জন্যই তাঁর কাজ করার এবং পরিশ্রম করার ইচ্ছাশক্তি বেড়ে গিয়েছিল দ্বিগুণ। পরবর্তীকালে তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে হয়ে উঠেছেন একজন সফল ব্যবসায়ী। বুর্জ খালিফার বাইশটি ফ্ল্যাট নিজের নামে কিনে নিয়েছেন তিনি। ১৯৭৬ সালে শারজায় চলে আসেন তিনি।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Inspiring Person: সাইকেলের লিক সারাতেন এক সময়, এখন একাই বুর্জ খলিফার ২২ ফ্ল্যাটের মালিক! কে এই ব্যক্তি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement