Onion Price in Kolkata: পাইকারি বাজারে 'এই' দাম, আর বিক্রি হচ্ছে ৮০-তে! কলকাতায় হচ্ছেটা কী!
- Written by:SHANKU SANTRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Onion Price in Kolkata: টাস্ক ফোর্সের তরফ থেকে পেঁয়াজ অতিরিক্ত দামে বিক্রি করতে নিষেধ করা হয়।
কলকাতা: আজ পেঁয়াজের পাইকারি দাম গিয়েছে ৩৭ টাকা কিলো। কিন্তু টাস্ক ফোর্সের তরফ থেকে রবীন্দ্রনাথ কোলে এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা লেক মার্কেট এবং গড়িয়াহাট মার্কেটে পরিদর্শনে গেলে তাঁরা দেখে কোথাও ৬০ টাকা, কোথাও ৭০ টাকা আবার কোথাও ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
টাস্ক ফোর্সের তরফ থেকে পেঁয়াজ অতিরিক্ত দামে বিক্রি করতে নিষেধ করা হয়। রবীন্দ্রনাথ কোলে বলেন, কলকাতায় কাঁকুড়গাছি, ভিআইপি মার্কেট লেক মার্কেট এবং গড়িয়াহাট মার্কেট। এই তিনটি মার্কেটে পেঁয়াজ অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে বলে তাদের কাছে অভিযোগ রয়েছে।
advertisement
advertisement
তিনি লেক মার্কেটের একটি মুরগির মাংসের দোকানেও যান। সেখানে গিয়ে দেখেন মুরগির মাংস ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিনি বলেন, আজ কলকাতায় দর রয়েছে ১৭০ টাকা। দোকানদার যেন অতিরিক্ত দামে মুরগির মাংস বিক্রি না করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 06, 2023 12:58 PM IST










