Hooghly News: দুয়ারে রেশন মিলছে সঙ্গে মিলছে পোকা, আটার প্যাকেটে কিলবিল করছে

Last Updated:

রেশনে দেওয়া আটার প্যাকেট খুলতেই দেখা যায় তাতে কিলবিল করছে পোকার দল।এই আটাই দেওয়া হয়েছে পাড়ায় পাড়ায় দুয়ারে রেশন প্রকল্পে।

+
রেশনে

রেশনে মিলছে পোকা  

গোঘাট:রেশন দুর্নীতির অভিযোগ সামনে আসতেই যখন তোলপাড় বাংলার রাজনৈতিক মহল, ঠিক তখনই আবার রাজ্যের নানা প্রান্ত থেকে আসছে নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ। রেশনে দেওয়া আটার প্যাকেট খুলতেই দেখা যায় তাতে কিলবিল করছে পোকার দল।জানা যায় এই আটাই দেওয়া হয়েছে পাড়ায় পাড়ায় দুয়ারে রেশন প্রকল্পে।
তাতেই ক্ষোভে ফুঁসছেন গোঘাটের বাসিন্দারা। গোঘাটের কাঁটালি শৈলেশ্বর শিব মন্দিরে দুয়ারের রেশন ক্যাম্পে দুয়ারে রেশন প্রকল্পের কাজ চলছিল। মূলত গ্রামের কয়েকটি পাড়া নিয়ে একটি জায়গা ঠিক করে সেখান থেকেই দেওয়া হয় রেশন। এদিন সেই কাজই করছিলেন রেশন কর্মীরা। কিন্তু, সেখান থেকে পাওয়া আটাতেই মিলেছে পোকা। রীতিমতো এই ঘটনা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে গোটা এলাকায়।
advertisement
advertisement
আরও পড়ুন: সেজে উঠতে চলেছে আলোর শহর চন্দননগর, নাওয়া-খাওয়া ভুলে কাজে ব্যস্ত আলোক শিল্পীরা
এই বিষয়ে স্থানীয় এলাকার বাসিন্দা রণজিৎ পাল জানান “আগেরবার যে আটা দিয়েছিল তাতে পোকা ছিল। এবারেও একই ছবি। চালেও তো অনেক সময় পোকা পাওয়া যায়। এই আটা তো খাওয়া সম্ভব নয়। এ জিনিস খেলে তো মানুষের শরীর খারাপ হয়ে যাবে। দ্রুত আমরা সকলেই চাই সরকার বিষয়টা দেখুক। আমরা প্রত্যেককে সমস্যা সমাধান চাই গ্রামবাসীরা।”
advertisement
অন্যদিকে আটায় পোকা যে রয়েছে সেই অভিযোগের কথা স্বীকার করছেন রেশন কর্মীরা। রেশন কর্মী বাপন ঘোষ জানিয়েছেন “আমাদের ডিস্ট্রিবিউটর যা দিয়েছে তাই তো দিচ্ছি। আমরা কী করব বলুন। এই অভিযোগ পেলাম। এবার এটা ডিস্ট্রিবিউটরদের জানাব।”
Suvojit Ghosh
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: দুয়ারে রেশন মিলছে সঙ্গে মিলছে পোকা, আটার প্যাকেটে কিলবিল করছে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement