Hooghly News: সেজে উঠতে চলেছে আলোর শহর চন্দননগর, নাওয়া-খাওয়া ভুলে কাজে ব্যস্ত আলোক শিল্পীরা

Last Updated:

Hooghly News: বাইরের দেশেও পারি দিয়েছে চন্দননগরের আলো। তবে জগদ্ধাত্রী পুজোর সময় সমস্ত আলোক শিল্পীরা তাঁদের সেরা কাজ উপস্থাপন করেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায়।

+
শেষ

শেষ মুহূর্তের কাজ চলছে জোর কদমে

হুগলি: আর মাত্র করেকদিন তার পরেই আলোর রোশনাইয়ে ভাসবে গোটা দেশ। দীপাবলি তার পরই আসছে জগদ্ধাত্রী পুজো। আলোর সামিয়ানা প্রস্তুত করতে এখন ব্যস্ত আলোক শিল্পীরা। নাওয়া-খাওয়া ভুলে এখন আলো তৈরি করতে ব্যস্ত গোটা চন্দননগরের আলোক শিল্পীরা।
চন্দননগরের আলোর সুখ্যাতি জগৎ জোড়া। শুধু দেশ নয়। বাইরের দেশেও পারি দিয়েছে চন্দননগরের আলো। তবে জগদ্ধাত্রী পুজোর সময় সমস্ত আলোক শিল্পীরা তাঁদের সেরা কাজ উপস্থাপন করেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায়। বড় বড় লরিতে লাগানো হয় বিশাল বিশাল আলোকসজ্জা। যা দেখতে ভিড় জমান জেলা তথা রাজ্যের বহু মানুষ। জগদ্ধাত্রী পুজোর আগে এখন সেই কাজ করতেই চরম ব্যস্ততা চন্দননগরের সমস্ত আলোক শিল্পীদের।
advertisement
advertisement
আলোক শিল্পী মনোজ সাহা তিনি জানান, সারা বছরই তাঁদের আলোর কাজ চলে। তবে দুর্গাপুজোর সময় থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত একেবারে স্নান খাওয়া ভুলে রাতের পর রাত জেগে চলে আলো তৈরির কাজ। দুর্গা পুজোর আগে থেকেই শুরু হয়েছে সেই আলোর কাজ। দীপাবলি উপলক্ষে বাইরের জেলা এবং ভিন রাজ্যেও পৌঁছবে চন্দননগরের আলো। জগদ্ধাত্রী পুজোর আলোক সজ্জার জন্য কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।পুজোর শেষদিন পর্যন্ত চলবে এই আলোকসজ্জার কাজ।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: সেজে উঠতে চলেছে আলোর শহর চন্দননগর, নাওয়া-খাওয়া ভুলে কাজে ব্যস্ত আলোক শিল্পীরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement