TRENDING:

Hooghly News: মাথায় টুপি, সামনে কেক,পোষ্য ছাগলের জন্মদিনে এলাহি আয়োজন

Last Updated:

মেনুতে ছিল, ভাত , ভেজ ডাল, আলুর চিপস, মুরগির মাংস, চাটনি, পাপড়, সঙ্গে শেষপাতে নোলেন গুড়ের রসগোল্লা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ছাগলের জন্মদিন উপলক্ষে এলাহি আয়োজন। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে চুঁচুড়ার বুনো কালীতলা বালি পুকুর ধার এলাকায়। পেশায় ব্যবসায়ী বাবলু ওরাও এক বছর আগে একটি ছাগল পান। দিনটা ছিল ২ জানুয়ারি। গত এক বছরে ছাগলটি যেন তার নিজের সন্তান হয়ে উঠেছে। সেই ছাগলেরই এক বছর পূর্তি উপলক্ষে এলাহি জন্মদিনের আয়োজন করেছেন বাবলু ও তার বন্ধুবান্ধবরা।
advertisement

স্থানীয় সূত্রে খবর, বছরখানেক আগে স্থানীয় একটি মন্দিরে বলি দেওয়ার জন্য একটি ছাগল নিয়ে এসেছিলেন এক ভদ্রলোক। কিন্তু সে ছাগল পালিয়ে চলে আসে বাবলুর বাড়িতে। নিঃসন্তান বাবলু নিজের ছেলের মতো ভালোবেসে ফেলেন সেই ছাগলকে। তারপরেই তার এক বছর পূর্তি উপলক্ষে এলাহিভাবে আয়োজন করেন ছাগলের জন্মদিনের। প্রথমে জন্মদিনের কেক কাটা তারপর ছাতা খাটিয়ে আলো লাগিয়ে টেবিল-চেয়ার পেতে ভুরিভোজ। কম করে দেড়শ নিমন্ত্রিতদের খাওয়ানো হয় পাত পেড়ে। মেনুতে ছিল, ভাত , ভেজ ডাল, আলুর চিপস, মুরগির মাংস, চাটনি, পাপড়, সঙ্গে শেষপাতে নোলেন গুড়ের রসগোল্লা।

advertisement

বাবলুর বন্ধু প্রসেনজিৎ বলেন, অনেকেই নিজের পোষ্যকে ভালোবেসে ফেলেন নিজের সন্তানের মতো। তেমনি ঘটনা ঘটেছে এখানেও। অনেকেই কুকুর বা বিড়ালের জন্মদিন পালন করেন। কিন্তু বাবলুর পোষ্য যেহেতু ছাগল, তাই ছাগলের জন্মদিন পালন হয়েছে। ছাগলের মাথায় জন্মদিনের টুপি পরিয়ে, কেক কেটে হয়েছে উদযাপন।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘার জগন্নাথ মন্দির তো দেখেছেন...! ‘এই’ জগন্নাথ মন্দির কি দেখেছেন আপনি?
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: মাথায় টুপি, সামনে কেক,পোষ্য ছাগলের জন্মদিনে এলাহি আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল