স্থানীয় সূত্রে খবর, বছরখানেক আগে স্থানীয় একটি মন্দিরে বলি দেওয়ার জন্য একটি ছাগল নিয়ে এসেছিলেন এক ভদ্রলোক। কিন্তু সে ছাগল পালিয়ে চলে আসে বাবলুর বাড়িতে। নিঃসন্তান বাবলু নিজের ছেলের মতো ভালোবেসে ফেলেন সেই ছাগলকে। তারপরেই তার এক বছর পূর্তি উপলক্ষে এলাহিভাবে আয়োজন করেন ছাগলের জন্মদিনের। প্রথমে জন্মদিনের কেক কাটা তারপর ছাতা খাটিয়ে আলো লাগিয়ে টেবিল-চেয়ার পেতে ভুরিভোজ। কম করে দেড়শ নিমন্ত্রিতদের খাওয়ানো হয় পাত পেড়ে। মেনুতে ছিল, ভাত , ভেজ ডাল, আলুর চিপস, মুরগির মাংস, চাটনি, পাপড়, সঙ্গে শেষপাতে নোলেন গুড়ের রসগোল্লা।
advertisement
বাবলুর বন্ধু প্রসেনজিৎ বলেন, অনেকেই নিজের পোষ্যকে ভালোবেসে ফেলেন নিজের সন্তানের মতো। তেমনি ঘটনা ঘটেছে এখানেও। অনেকেই কুকুর বা বিড়ালের জন্মদিন পালন করেন। কিন্তু বাবলুর পোষ্য যেহেতু ছাগল, তাই ছাগলের জন্মদিন পালন হয়েছে। ছাগলের মাথায় জন্মদিনের টুপি পরিয়ে, কেক কেটে হয়েছে উদযাপন।
রাহী হালদার





