পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা পরিকল্পিতভাবে সূতি থানার অন্তর্গত মদনা এলাকার একটি সোনার দোকানে ডাকাতি চালিয়ে বিপুল পরিমাণ সোনার গয়না লুট করে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই তদন্তে নামে সূতি থানার পুলিশ। তথ্যপ্রযুক্তি এবং গোপন সূত্রের সাহায্যে অভিযুক্তদের গতিবিধি শনাক্ত করা হয়। পরে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
advertisement
স্ত্রীর নামে পোস্টঅফিসে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোসিট করলে ২ বছরে কত টাকা মিলবে?
গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম সুনীল, বিজয় সিং, শ্যাম সুন্দর, সোনি, প্রিয়াঙ্কা ও রুবি। সকলেরই বাড়ি উত্তরপ্রদেশে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ডাকাতির সঙ্গে যুক্ত আরও তথ্য সংগ্রহের পাশাপাশি লুট হওয়া সোনার গয়না উদ্ধারের চেষ্টা চলছে।
এ বিষয়ে বুধবার জঙ্গিপুর পুলিশ জেলায় সাংবাদিক সম্মেলন করেন পুলিশ সুপার অমিত কুমার সাউ। তিনি জানান, সংগঠিত এই ডাকাত চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত এখনও চলমান।
