রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানান, “সমস্ত পরিকাঠামো সচল রয়েছে। দ্রুত রাত্রি নিবাসটি চালু হবে। প্রতিদিন জেলা-সহ ভিন জেলার হাজার হাজার রোগী আসেন চিকিৎসার জন্য। এটি চালু হলে রোগীর পরিজনদের রাত্রি যাপনের সমস্যা মিটবে।”
আরও পড়ুন: বিচ ফেস্টিভ্যাল থেকে আতশবাজি, জগন্নাথ মন্দিরে বিশেষ বন্দোবস্ত! বর্ষ বিদায়-বরণ ঘিরে জমাটি আয়োজন দিঘায়
advertisement
মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসা করাতে আসা এক রোগীর আত্মীয় সাজ্জাদ শেখ জানান, “এই রাত্রি নিবাস ভবনটি চালু হলে উপকৃত হবেন হাজার হাজার রোগীর পরিজনরা। দীর্ঘদিন ধরে দেখছি তালা বন্ধ অবস্থায়। যার ফলে এখনও রোগীর পরিজনরা রাস্তা বা বারান্দায় ঘুমান। তবে এবারে চালু হওয়ার পর হয়ত আর সমস্যা থাকবে না রোগীর পরিজনদের।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারকে নিয়ে রোগীর পরিজনদের জন্য তৈরি রাত্রি নিবাস ভবনটি পরিদর্শন করেন রোগী কল্যাণ সমিতির সদস্য তথা পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। পরিদর্শনের পর দ্রুত রাত্রি নিবাসটি চালু করার কথা জানান তিনি। রাত্রি নিবাসটি চালু হলে শুধু জেলা নয় উপকৃত হবেন ভিন জেলা থেকে আসা রোগীর পরিজনরা। তাই পরিদর্শনের পর রাত্রি নিবাস চালুর অপেক্ষায় বুক বেঁধেছেন রোগীর পরিজনরা। এছাড়াও জানা যাচ্ছে, স্বল্প মূল্যে থাকা যাবে।





