Digha News: বিচ ফেস্টিভ্যাল থেকে আতশবাজি, জগন্নাথ মন্দিরে বিশেষ বন্দোবস্ত! বর্ষ বিদায়-বরণ ঘিরে জমাটি আয়োজন দিঘায়

Last Updated:
Digha News: বর্ষবিদায়ে দিঘায় নানা আয়োজন। দিনভর দিঘা জগন্নাথ মন্দিরে নানা কর্মসূচি রয়েছে। অন্যান্য দিনের তুলনায় এদিন মন্দির দর্শনে বাড়তি সময় পাচ্ছেন ভক্তরা। পাশাপাশি দিঘার সৈকতে শুরু হয়েছে বিচ ফেস্টিভ্যাল। বর্ষবিদায় ও বর্ষবরণ ঘিরে দিঘার হোটেল, রিসোর্ট ও পর্যটন কেন্দ্রগুলি নতুন সাজে সেজে উঠেছে।
1/6
বর্ষবিদায়ে দিঘায় নানা আয়োজন। দিনভর দিঘা জগন্নাথ মন্দিরে নানা কর্মসূচি রয়েছে। অন্যান্য দিনের তুলনায় এদিন মন্দির দর্শনে বাড়তি সময় পাচ্ছেন ভক্তরা। পাশাপাশি দিঘার সৈকতে শুরু হয়েছে বিচ ফেস্টিভ্যাল। বর্ষবিদায় ও বর্ষবরণ ঘিরে দিঘার হোটেল, রিসোর্ট ও পর্যটন কেন্দ্রগুলি নতুন সাজে সেজে উঠেছে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
বর্ষবিদায়ে দিঘায় নানা আয়োজন। দিনভর দিঘা জগন্নাথ মন্দিরে নানা কর্মসূচি রয়েছে। অন্যান্য দিনের তুলনায় এদিন মন্দির দর্শনে বাড়তি সময় পাচ্ছেন ভক্তরা। পাশাপাশি দিঘার সৈকতে শুরু হয়েছে বিচ ফেস্টিভ্যাল। বর্ষবিদায় ও বর্ষবরণ ঘিরে দিঘার হোটেল, রিসোর্ট ও পর্যটন কেন্দ্রগুলি নতুন সাজে সেজে উঠেছে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
৩১ ডিসেম্বর বুধবার বর্ষবিদায় উপলক্ষে সকাল ছ’টা থেকে দিঘা জগন্নাথ মন্দির খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বছরের শেষ দিনে প্রভু জগন্নাথ দেবের দর্শন ও পুজো দিতে বহু মানুষ উপস্থিত হয়েছেন। বর্ষবিদায় উপলক্ষে মন্দিরে দিনভর ভজন, কীর্তন ও নৃত্য পরিবেশনের মতো একাধিক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৩১ ডিসেম্বর বুধবার বর্ষবিদায় উপলক্ষে সকাল ছ’টা থেকে দিঘা জগন্নাথ মন্দির খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বছরের শেষ দিনে প্রভু জগন্নাথ দেবের দর্শন ও পুজো দিতে বহু মানুষ উপস্থিত হয়েছেন। বর্ষবিদায় উপলক্ষে মন্দিরে দিনভর ভজন, কীর্তন ও নৃত্য পরিবেশনের মতো একাধিক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
advertisement
3/6
অন্যান্য দিন রাত আটটার সময় মন্দির বন্ধ হয়ে গেলেও বর্ষবিদায়ের দিনে মন্দির দর্শনের সময়সীমা বাড়ানো হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন যতক্ষণ ভক্তরা উপস্থিত থাকবেন ততক্ষণই মন্দিরের দরজা খোলা রাখা হবে। ভক্তরা দিনভর পুজো, ভোগ অর্পণ ও তুলসী মহারানীর পরিক্রমার সুযোগ পাবেন।
অন্যান্য দিন রাত আটটার সময় মন্দির বন্ধ হয়ে গেলেও বর্ষবিদায়ের দিনে মন্দির দর্শনের সময়সীমা বাড়ানো হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন যতক্ষণ ভক্তরা উপস্থিত থাকবেন ততক্ষণই মন্দিরের দরজা খোলা রাখা হবে। ভক্তরা দিনভর পুজো, ভোগ অর্পণ ও তুলসী মহারানীর পরিক্রমার সুযোগ পাবেন।
advertisement
4/6
দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি কমিটির অন্যতম রাধারমন দাস জানান, বর্ষবিদায়ের বিশেষ দিনে ভক্তদের জন্য মন্দিরে বসে ভোগ সেবনের ব্যবস্থাও রাখা হয়েছে। ভক্তদের সুবিধার্থে সমস্ত আয়োজন সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। মন্দির কর্তৃপক্ষের তরফে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরের শেষ দিনটি ভক্তদের কাছে আরও স্মরণীয় করে তুলতেই এই বিশেষ উদ্যোগ।
দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি কমিটির অন্যতম রাধারমন দাস জানান, বর্ষবিদায়ের বিশেষ দিনে ভক্তদের জন্য মন্দিরে বসে ভোগ সেবনের ব্যবস্থাও রাখা হয়েছে। ভক্তদের সুবিধার্থে সমস্ত আয়োজন সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। মন্দির কর্তৃপক্ষের তরফে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরের শেষ দিনটি ভক্তদের কাছে আরও স্মরণীয় করে তুলতেই এই বিশেষ উদ্যোগ।
advertisement
5/6
অন্যদিকে বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে মঙ্গলবার রাত থেকেই দিঘায় শুরু হয়েছে বিচ ফেস্টিভ্যাল। দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওল্ড দিঘায় এই উৎসবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা সভাধিপতি উত্তম বারিক। বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত নাচ-গানের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন শিল্পীরা।
অন্যদিকে বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে মঙ্গলবার রাত থেকেই দিঘায় শুরু হয়েছে বিচ ফেস্টিভ্যাল। দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওল্ড দিঘায় এই উৎসবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা সভাধিপতি উত্তম বারিক। বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত নাচ-গানের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন শিল্পীরা।
advertisement
6/6
রাত ১২টার পর বর্ষবরণ উপলক্ষে দিঘায় বিদেশি ধাঁচে আতশবাজির প্রদর্শনের আয়োজন করা হয়েছে। দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবারই প্রথম বর্ষবরণ উৎসব হওয়ায় পর্যটকের সংখ্যা দ্বিগুণ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। দিঘায় বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে এবং দিঘা-ওড়িশা সীমান্তেও কড়া নজরদারি চালানো হচ্ছে। যানজট নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
রাত ১২টার পর বর্ষবরণ উপলক্ষে দিঘায় বিদেশি ধাঁচে আতশবাজির প্রদর্শনের আয়োজন করা হয়েছে। দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবারই প্রথম বর্ষবরণ উৎসব হওয়ায় পর্যটকের সংখ্যা দ্বিগুণ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। দিঘায় বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে এবং দিঘা-ওড়িশা সীমান্তেও কড়া নজরদারি চালানো হচ্ছে। যানজট নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
advertisement
advertisement