Siuri : নতুন বছরে সিউড়িবাসী পাবে উপহার! খুলছে বহু প্রতীক্ষিত হাটজনবাজার উড়ালপুল

Last Updated:
Siuri News : নতুন বছরে সিউড়িবাসীর উপহার! খুলছে বহু প্রতীক্ষিত হাটজনবাজার রেল উড়ালপুল
1/5
বীরভূমের সিউড়ির হাটজনবাজারে রেল উড়ালপুলের দাবি দীর্ঘদিনের। রেললাইন পারাপারকে কেন্দ্র করে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা নিত্যদিনের ছিল। সেই সমস্যা সমাধানে ২০১৮ সালে রেল উড়ালপুল তৈরির কাজ শুরু হয়। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বীরভূমের সিউড়ির হাটজনবাজারে রেল উড়ালপুলের দাবি দীর্ঘদিনের। রেললাইন পারাপারকে কেন্দ্র করে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা নিত্যদিনের ছিল। সেই সমস্যা সমাধানে ২০১৮ সালে রেল উড়ালপুল তৈরির কাজ শুরু হয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
কাজ শুরুর পর জমি জট, আইনি জটিলতা এবং একাধিকবার ঠিকাদার সংস্থা বদলের কারণে উড়ালপুলের নির্মাণ বারবার থমকে যায়। ফলে সাত বছর কেটে গেলেও উড়ালপুল সম্পূর্ণ হয়নি, বাড়তে থাকে সাধারণ মানুষের ক্ষোভ ও হতাশা। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
কাজ শুরুর পর জমি জট, আইনি জটিলতা এবং একাধিকবার ঠিকাদার সংস্থা বদলের কারণে উড়ালপুলের নির্মাণ বারবার থমকে যায়। ফলে সাত বছর কেটে গেলেও উড়ালপুল সম্পূর্ণ হয়নি, বাড়তে থাকে সাধারণ মানুষের ক্ষোভ ও হতাশা।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
অবশেষে গত ১১ অক্টোবর উড়ালপুলের পুরো রাস্তা ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। এর পাশাপাশি উড়ালপুলের দু'ধারে আলোকস্তম্ভ বসানো ও গোটা উড়ালপুল রং করার মতো একাধিক গুরুত্বপূর্ণ কাজও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
অবশেষে গত ১১ অক্টোবর উড়ালপুলের পুরো রাস্তা ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। এর পাশাপাশি উড়ালপুলের দু'ধারে আলোকস্তম্ভ বসানো ও গোটা উড়ালপুল রং করার মতো একাধিক গুরুত্বপূর্ণ কাজও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
ঠিকাদার সংস্থা সূত্রে জানা গিয়েছে, উড়ালপুলের কাজ শেষ হওয়ায় সেটি রেলের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এরপর উড়ালপুলের নীচের সার্ভিস রোড সংস্কারের কাজ করা হবে। সেই কাজ সুষ্ঠুভাবে করতে উড়ালপুলের উপর দিয়ে যান চলাচল চালু করা জরুরি বলে জানানো হয়েছে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
ঠিকাদার সংস্থা সূত্রে জানা গিয়েছে, উড়ালপুলের কাজ শেষ হওয়ায় সেটি রেলের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এরপর উড়ালপুলের নীচের সার্ভিস রোড সংস্কারের কাজ করা হবে। সেই কাজ সুষ্ঠুভাবে করতে উড়ালপুলের উপর দিয়ে যান চলাচল চালু করা জরুরি বলে জানানো হয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
এই কারণেই উদ্বোধনের আগেই উড়ালপুলে যান চলাচল চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। রেল সূত্রে ইঙ্গিত, নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারিতে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে সিউড়ির হাটজনবাজার রেল উড়ালপুল। এতে শহরের যানজট কমবে এবং যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
এই কারণেই উদ্বোধনের আগেই উড়ালপুলে যান চলাচল চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। রেল সূত্রে ইঙ্গিত, নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারিতে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে সিউড়ির হাটজনবাজার রেল উড়ালপুল। এতে শহরের যানজট কমবে এবং যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement