TRENDING:

Hooghly News: ছাত্র-শিক্ষক হাতে হাত মিলিয়ে চাষবাস! স্কুলেই ফলছে আলু থেকে শাকসবজি

Last Updated:

স্কুলের মধ্যেই চাষ হচ্ছে আলু থেকে বিভিন্ন শাকসবজি। সেই চাষ করছেন স্কুলের ছাত্র ও শিক্ষক মিলিত ভাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: স্কুলের মধ্যেই চাষ হচ্ছে আলু থেকে বিভিন্ন শাকসবজি। সেই চাষ করছেন স্কুলের ছাত্র ও শিক্ষক মিলিত ভাবে। মূলত হোস্টেলে থাকা পড়ুয়াদের পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার মজুদ করার জন্য এই অভিনব উদ্যোগ গোঘাট হাইস্কুলের।
advertisement

এই বছর স্কুলের মধ্যে থাকা পাঁচ কাটা জমির উপরে আলু চাষ করে প্রায় ৪০ বস্তা আলু তৈরি করেছে স্কুলের ছাত্ররা। যা প্রতিদিনের আহারে সুষম পরিমাণ ছাত্রদের কার্বোহাইড্রেটের যোগান দেবে এমনটাই মনে করছেন স্কুলের প্রধান শিক্ষক।

আরও পড়ুন: হোটেলে রাত কাটাবেন? দরজা বন্ধের সময় গলিয়ে দিন তোয়ালে! ৯৯% লোকজনই জানেন না এই ‘ছোট্ট’ হ‍্যাকের পেছনের ‘বড়’ কারণ

advertisement

প্রত্যন্ত গ্রামীণ এলাকার একটি স্কুল হল গোঘাট হাই স্কুল। হুগলির আরামবাগ সাব ডিভিশনে এর মধ্যে অবস্থিত এই স্কুল পিছিয়ে পড়া শ্রেণীর ছেলেমেয়েদের কাছে শিক্ষার কেন্দ্রবিন্দু। স্কুল সংলগ্ন রয়েছে স্কুলের হোস্টেল। সেই হোস্টেলে বহু সংখ্যক ছাত্র তারা পড়াশোনার জন্য থাকে। ছাত্রদের খাবার জন্য স্কুল প্রতিমাসে মাথা পিছু আঠারোশো টাকা করে বরাদ্দ করেছে।

advertisement

View More

কিন্তু সেই টাকার মধ্যে প্রত্যেক মাসের সুষম খাবার দেওয়া সম্ভব হয় ওঠেনা সব সময়। সেই কারণে স্কুলের প্রাঙ্গণেই ছাত্র শিক্ষকদের মিলিত উদ্যোগে চাষ করা হচ্ছে বিভিন্ন শাকসবজি এমনকি নিত্য প্রয়োজনীয় আলু।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তরুণ কান্তি কোঙার বলেন, স্কুলের হোস্টেলের ছাত্রদের খাবার জন্য মাথাপিছু যে টাকা বরাদ্দ করা থাকে তাতে সম্পূর্ণভাবে তাদের সুষম আহার দেওয়া সম্ভব হয় না। তাই বেশ কিছু বছর ধরে তারা স্কুলের মধ্যে চাষ করছেন। সেই চাষের ফসল হওয়ার ফলে কিছুটা সুবিধা হচ্ছে ছেলেদের খাওয়া-দাওয়া করাতে। তিনি আরও জানান যবে থেকে তারা স্কুলের মধ্যে চাষ করতে শুরু করেছেন তাতে ছেলেদের একটু ভাল করে খাওয়া দাওয়া করানো যাচ্ছে।

advertisement

আরও পড়ুন: গাছের দিকে তাকাতেই হাড়হিম! ঝুলছে যুবক, যুবতীর দেহ…ঘটনা জানলে শিউরে উঠবেন

সেই কারণে প্রতিবছর হোস্টেলে ছাত্র সংখ্যা বেড়েই চলেছে। স্কুলের কাছে সীমিত অর্থ থাকে। সেই সীমিত অর্থের মধ্যেই কীভাবে সুষম আহার দেয়া যায় ছেলেদের, সেই কথা মাথায় রেখেই তারা চাষের পরিকল্পনা নিয়েছিলেন। বর্তমানে স্কুলের ছাত্র শিক্ষকদের সম্মিলিত প্রয়াসে স্কুলের মধ্যেই চাষ করা হচ্ছে আলু থেকে বিভিন্ন শাকসবজি। যার ফলে লাভবান হচ্ছে ছাত্ররা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রা নিয়ে বড় খবর! হারাতে বসা শিল্প বাঁচাতে নয়া উদ্যোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ছাত্র-শিক্ষক হাতে হাত মিলিয়ে চাষবাস! স্কুলেই ফলছে আলু থেকে শাকসবজি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল