East Bardhaman: গাছের দিকে তাকাতেই হাড়হিম! ঝুলছে যুবক, যুবতীর দেহ...ঘটনা জানলে শিউরে উঠবেন

Last Updated:

East Bardhaman: সাত সকালে ক্যানাল পাড়ে গাছের দিকে তাকিয়ে অবাক সকলেই। গাছে ঝুলছে এক যুবক ও যুবতীর মৃতদেহ

News18
News18
পূর্ব বর্ধমান: সাত সকালে ক্যানাল পাড়ে গাছের দিকে তাকিয়ে অবাক সকলেই। গাছে ঝুলছে এক যুবক ও যুবতীর মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের মেমারির বামুনিয়া এলাকায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায়। তবে প্রেমে বাধা পেয়ে তারা আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিশ।
মেমারির বামুনিয়ায় ক্যানালের পাশে জামগাছ থেকে যুগলের মৃতদেহ উদ্ধার। প্রেমে বাধা পেয়ে আত্মঘাতী হয় তারা। মৃত যুবক এবং যুবতীর বাড়ি একই গ্রামে। দেওয়ানদিঘি এলাকার বালিশায়।
সূত্রের খবর যুবক কেরলে কর্মরত ছিলেন। যুবতীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। যুবতীর অন‍্যত্র বিয়ে ঠিক হয়। তার জেরেই তারা আত্মঘাতী হয়েছে বলে অনুমান আত্মীয় পরিজনদের।
advertisement
advertisement
প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সোমবার সকালে।মেমারি থানার মন্ডল গ্রামের বামুনিয়া এলাকার ঘটনা। সোমবার সকালে বামুনিয়া এলাকার একটি গাছে নাইলনের দড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ দুটি দেখতে পায় স্থানীয়রা। এরপর মেমারি থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলে।
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক কেরালায় রাজমিস্ত্রির কাজ করতো। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু নাবালিকার পরিবার তার অন্য জায়গায় বিয়ে ঠিক করে। রবিবার রাত থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। সোমবার সকালে বামুনিয়া এলাকায় তাদের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা।
advertisement
পুলিশ দেহ দুটি উদ্ধার করে পাহাড়হাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। পুলিশ দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলের পুলিশ মর্গে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাসিন্দারা বলছেন, এমনটা যে হবে তা ভাবা যায়নি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman: গাছের দিকে তাকাতেই হাড়হিম! ঝুলছে যুবক, যুবতীর দেহ...ঘটনা জানলে শিউরে উঠবেন
Next Article
advertisement
Manoj Tigga Threatens BDO: 'তৃণমূলটাই করুন', ত্রাণ সামগ্রী নিয়ে বিডিও-কে শাসানি বিজেপি সাংসদ মনোজ টিগ্গার!পাশে দাঁড়ালেন শমীক, দেখুন ভিডিও
'তৃণমূলটাই করুন', ত্রাণ নিয়ে বিডিও-কে শাসানি বিজেপি সাংসদের!পাশে দাঁড়াল দল, দেখুন ভিডিও
  • বিডিও-কে শাসানি বিজেপি সাংসদের৷

  • বিতর্কে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা৷

  • ভাইরাল হল ভিডিও, যদিও সাংসদের পাশেই তাঁর দল বিজেপি৷

VIEW MORE
advertisement
advertisement