Hotel: হোটেলে রাত কাটাবেন? দরজা বন্ধের সময় গলিয়ে দিন তোয়ালে! ৯৯% লোকজনই জানেন না এই ‘ছোট্ট’ হ‍্যাকের পেছনের ‘বড়’ কারণ

Last Updated:
Hotel Travel Tips: হোটেলের ঘরে দরজা বন্ধের সময় তোয়ালে গলিয়ে বন্ধ করা উচিত। কেন? নিরাপত্তায় রয়েছে বড় গুরুত্ব
1/10
ঘুরতে যাওয়াই হোক বা অন‍্য কোনও কাজ। হোটেলে কখনও না কখনও রাত কাটাতে হয়েছে বেশিরভাগ মানুষকেই। হোটেলে থাকার ক্ষেত্রে প্রথমেই মনে আসে নিরাপত্তার কথা
ঘুরতে যাওয়াই হোক বা অন‍্য কোনও কাজ। হোটেলে কখনও না কখনও রাত কাটাতে হয়েছে বেশিরভাগ মানুষকেই। হোটেলে থাকার ক্ষেত্রে প্রথমেই মনে আসে নিরাপত্তার কথা
advertisement
2/10
এমনকী পাঁচতারা হোটেলের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাগে মনে। কিন্তু একটি ছোট্ট হ‍্যাক মেনে অজানা জায়গার হোটেলের ঘরের নিরাপত্তা যাচাই করে নিতে পারবেন আপনি নিজেই।
এমনকী পাঁচতারা হোটেলের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাগে মনে। কিন্তু একটি ছোট্ট হ‍্যাক মেনে অজানা জায়গার হোটেলের ঘরের নিরাপত্তা যাচাই করে নিতে পারবেন আপনি নিজেই।
advertisement
3/10
হোটেলের ঘরে থাকতে গেলে নিরাপত্তা দিকটি নিজেকেই সবচেয়ে বেশি করে খেয়াল রাখতে হবে। হোটেলের রুম বুক করার সময় থেকেই মনে ধোঁয়াশা তৈরি হয়। অচেনা জায়গায় সবকিছু ঠিকঠাক হবে তো? কোথাও লুকানো ক‍্যামেরা রাখা নেই তো?
হোটেলের ঘরে থাকতে গেলে নিরাপত্তা দিকটি নিজেকেই সবচেয়ে বেশি করে খেয়াল রাখতে হবে। হোটেলের রুম বুক করার সময় থেকেই মনে ধোঁয়াশা তৈরি হয়। অচেনা জায়গায় সবকিছু ঠিকঠাক হবে তো? কোথাও লুকানো ক‍্যামেরা রাখা নেই তো?
advertisement
4/10
আবার কখনও মনে প্রশ্ন জাগে হোটেলের ঘরে রাতে কেউ হঠাত্‍ আক্রমণ করলে কী হবে? হোটেলের ঘরের চাবি তো হোটেল কর্মীদের কাছেও রয়েছে, তবে? মনে হাজারো উত্‍কণ্ঠা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই কিছু করার উপায় থাকে না। আবার কখনও মনে প্রশ্ন জাগে হোটেলের ঘরে রাতে কেউ হঠাত্‍ আক্রমণ করলে কী হবে? হোটেলের ঘরের চাবি তো হোটেল কর্মীদের কাছেও রয়েছে, তবে? মনে হাজারো উত্‍কণ্ঠা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই কিছু করার উপায় থাকে না।
আবার কখনও মনে প্রশ্ন জাগে হোটেলের ঘরে রাতে কেউ হঠাত্‍ আক্রমণ করলে কী হবে? হোটেলের ঘরের চাবি তো হোটেল কর্মীদের কাছেও রয়েছে, তবে? মনে হাজারো উত্‍কণ্ঠা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই কিছু করার উপায় থাকে না।
advertisement
5/10
সম্প্রতি সিসি নামের এক এয়ার হোস্টেস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন হোটেলের নিরাপদ থাকার কিছু গুরুত্বপূর্ণ টিপস। তিনি তিন-চারটি এমন হ্যাক শেয়ার করেছেন, যা মেনে চললে সিকিউরিটির ভয় কমে যাবে।
সম্প্রতি সিসি নামের এক এয়ার হোস্টেস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন হোটেলের নিরাপদ থাকার কিছু গুরুত্বপূর্ণ টিপস। তিনি তিন-চারটি এমন হ্যাক শেয়ার করেছেন, যা মেনে চললে সিকিউরিটির ভয় কমে যাবে।
advertisement
6/10
ডেইলি স্টার নিউজ ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এয়ার হোস্টেস সিসি জানিয়েছেন, হোটেলের ঘরে ঢুকে প্রথমেই দেখে নেওয়া উচিত ‘এক্সিট ডোর’ বা হোটেল থেকে বাইরে বেরোবার রাস্তাগুলি। বিপদের মুহূর্তে সবচেয়ে কাজে দেবে এই রাস্তাগুলি।
ডেইলি স্টার নিউজ ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এয়ার হোস্টেস সিসি জানিয়েছেন, হোটেলের ঘরে ঢুকে প্রথমেই দেখে নেওয়া উচিত ‘এক্সিট ডোর’ বা হোটেল থেকে বাইরে বেরোবার রাস্তাগুলি। বিপদের মুহূর্তে সবচেয়ে কাজে দেবে এই রাস্তাগুলি।
advertisement
7/10
এছাড়াও হোটেলে ঢুকেই শাওয়ার, আলমারি, আয়না ইত্যাদি ভাল করে দেখে নিতে হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এইসমস্ত জায়গাতেই লুকানো থাকে ক‍্যামেরা। নিরাপত্তার জন‍্য আরও একটি গুরুত্বপূর্ণ কাজে আসবে তোয়ালে।
এছাড়াও হোটেলে ঢুকেই শাওয়ার, আলমারি, আয়না ইত্যাদি ভাল করে দেখে নিতে হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এইসমস্ত জায়গাতেই লুকানো থাকে ক‍্যামেরা। নিরাপত্তার জন‍্য আরও একটি গুরুত্বপূর্ণ কাজে আসবে তোয়ালে।
advertisement
8/10
সিসির মতে, দরজা বন্ধ করার সময় তোয়ালে গলিয়ে তারপর বন্ধ করুন। দরজা এবং তার ফ্রেম বা চৌকাঠের মধ্যে একটি তোয়ালে দিয়ে তারপর বন্ধ করতে হবে। শুনতে অদ্ভুত লাগলেও এই কাজের বিশেষ গুরুত্ব রয়েছে
সিসির মতে, দরজা বন্ধ করার সময় তোয়ালে গলিয়ে তারপর বন্ধ করুন। দরজা এবং তার ফ্রেম বা চৌকাঠের মধ্যে একটি তোয়ালে দিয়ে তারপর বন্ধ করতে হবে। শুনতে অদ্ভুত লাগলেও এই কাজের বিশেষ গুরুত্ব রয়েছে
advertisement
9/10
এর ফলে দরজা টাইট হয়ে যাবে এবং কেউ ধাক্কা দিলেও সহজে খুলবে না। যদি কেউ জোর করে খুলতে চায়, তাহলে আপনি সেই শব্দে জেগে উঠবেন। হোটেলের দরজা নড়বড়ে হলেও চিন্তা নেই।
এর ফলে দরজা টাইট হয়ে যাবে এবং কেউ ধাক্কা দিলেও সহজে খুলবে না। যদি কেউ জোর করে খুলতে চায়, তাহলে আপনি সেই শব্দে জেগে উঠবেন। হোটেলের দরজা নড়বড়ে হলেও চিন্তা নেই।
advertisement
10/10
এছাড়াও হোটেলে থাকার জন্য গ্রাউন্ড ফ্লোর থেকে তৃতীয়-চতুর্থ ফ্লোর ভাল, যেখানে সহজে কেউ পৌঁছাতে পারবে না এবং যে কোনও পরিস্থিতিতে পালানো সহজ হবে।

এছাড়াও হোটেলে থাকার জন্য গ্রাউন্ড ফ্লোর থেকে তৃতীয়-চতুর্থ ফ্লোর ভাল, যেখানে সহজে কেউ পৌঁছাতে পারবে না এবং যে কোনও পরিস্থিতিতে পালানো সহজ হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
advertisement
advertisement
advertisement