Dandruff: খুশকির জ্বালায় অতিষ্ট? শুধু চালের জলেই চিরতরে বিদায় নেবে ঘন চুলের ‘সাদা শত্রু’! কীভাবে মাখবেন? জেনে নিন

Last Updated:
Dandruff Home Remedies: অযাচিত অতিথীর মতো একবার জেঁকে বসলে আর যাওয়ার নামই ধরে না। নামি দামি শ‍্যাম্পু থেকে সিরাম, কোনও কিছুতেই কাজ দেয় না। ঘরোয়া টোটকাও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফেল।
1/7
চুল পড়ার একটি বড় কারণ হল খুশকি। খুশকির সমস‍্যায় ভুক্তভোগী একাধিক মানুষ। চুলের গোড়ায় সাদা ছত্রাকের উপদ্রবে নাজেহাল অনেকে।
চুল পড়ার একটি বড় কারণ হল খুশকি। খুশকির সমস‍্যায় ভুক্তভোগী একাধিক মানুষ। চুলের গোড়ায় সাদা ছত্রাকের উপদ্রবে নাজেহাল অনেকে।
advertisement
2/7
অযাচিত অতিথীর মতো একবার জেঁকে বসলে আর যাওয়ার নামই ধরে না। নামি দামি শ‍্যাম্পু থেকে সিরাম, কোনও কিছুতেই কাজ দেয় না। ঘরোয়া টোটকাও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফেল।
অযাচিত অতিথীর মতো একবার জেঁকে বসলে আর যাওয়ার নামই ধরে না। নামি দামি শ‍্যাম্পু থেকে সিরাম, কোনও কিছুতেই কাজ দেয় না। ঘরোয়া টোটকাও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফেল।
advertisement
3/7
কখনও সখনও কিছু দিনের জন‍্য বিদায় নিলেও ফের না চাইতেই উড়ে এসে জুড়ে বসে খুশকি। খুশকির কারণে কেবল চুল পড়া নয়, আরও অনেক সমস‍্যা দেখা যায়।
কখনও সখনও কিছু দিনের জন‍্য বিদায় নিলেও ফের না চাইতেই উড়ে এসে জুড়ে বসে খুশকি। খুশকির কারণে কেবল চুল পড়া নয়, আরও অনেক সমস‍্যা দেখা যায়।
advertisement
4/7
যেমন বিশেষজ্ঞরা বলেন, মুখে ব্রণ হওয়ার পেছনেও বড় হাত থাকে খুশকির। তবে রান্নাঘরের একটি অতি সাধারণ জিনিসই কাজে আসতে পারে খুশকিকে চির বিদায় জানাতে।
যেমন বিশেষজ্ঞরা বলেন, মুখে ব্রণ হওয়ার পেছনেও বড় হাত থাকে খুশকির। তবে রান্নাঘরের একটি অতি সাধারণ জিনিসই কাজে আসতে পারে খুশকিকে চির বিদায় জানাতে।
advertisement
5/7
খুশকি দূর করতে ব্রহ্মাস্ত্র হয়ে উঠতে পারে চাল ধোয়া জল। চালে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট‍্য। অ্যান্টি-অক্সিডেন্টেরও ভাল উৎস। যা খুশকি তাড়াতে সক্ষম। খুশকি দূর করতে কীভাবে মাথায় মাখবেন চালের জল? জেনে নিন
খুশকি দূর করতে ব্রহ্মাস্ত্র হয়ে উঠতে পারে চাল ধোয়া জল। চালে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট‍্য। অ্যান্টি-অক্সিডেন্টেরও ভাল উৎস। যা খুশকি তাড়াতে সক্ষম। খুশকি দূর করতে কীভাবে মাথায় মাখবেন চালের জল? জেনে নিন
advertisement
6/7
প্রথমে তৈরি করতে হবে চালের জল। এক কাপ চাল (আগে ধুয়ে নিতে হবে) নিয়ে আধ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। আধ ঘণ্টা পর এই জল ছেঁকে নিলেই তৈরি চালের জল।
প্রথমে তৈরি করতে হবে চালের জল। এক কাপ চাল (আগে ধুয়ে নিতে হবে) নিয়ে আধ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। আধ ঘণ্টা পর এই জল ছেঁকে নিলেই তৈরি চালের জল।
advertisement
7/7
এবার এই জল মাথায় মেখে রাখতে হবে অন্তত ১৫ থেকে ২০ মিনিট মাথায় মেখে রাখতে হবে। তারপর স্বাভাবিকভাবে শ‍্যাম্পু করে মাথা ধুয়ে নিলেই খুশকি মুক্ত হবে চুল।
এবার এই জল মাথায় মেখে রাখতে হবে অন্তত ১৫ থেকে ২০ মিনিট মাথায় মেখে রাখতে হবে। তারপর স্বাভাবিকভাবে শ‍্যাম্পু করে মাথা ধুয়ে নিলেই খুশকি মুক্ত হবে চুল।
advertisement
advertisement
advertisement