TRENDING:

Birbhum News: বোলপুর এলে আর দেখতে পাবেন না এই বাড়ি, সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হল ঠাকুর পরিবারের বাড়ি

Last Updated:

West Bengal news: বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য ছুটে আসেন দেশ ছাড়িয়ে বিদেশের পর্যটকেরা। আর এই বোলপুর শান্তিনিকেতনে আসলে একটি ঐতিহ্যবাহী বাড়ি অবশ্যই দেখে যান পর্যটকেরা। কিন্তু বোলপুর এলে আর দেখতে পাবেন না এই বাড়ি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য ছুটে আসেন দেশ ছাড়িয়ে বিদেশের পর্যটকেরা। আর এই বোলপুর শান্তিনিকেতনে আসলে একটি ঐতিহ্যবাহী বাড়ি অবশ্যই দেখে যান পর্যটকেরা। কিন্তু বোলপুর এলে আর দেখতে পাবেন না এই বাড়ি। সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হলো এই ‘আবাস’। আর তাতেই কার্যত মুখ ভার বোলপুর শান্তিনিকেতনে আগত পর্যটকদের।
advertisement

শান্তিনিকেতনে সম্পূর্ণ ভেঙে ফেলা হলো প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। প্রসঙ্গত, কয়েকদিন আগে বাড়িটি ভাঙা হতেই শুরু হয়েছিল হই-চই। তার পরেই বোলপুর পুরসভার তরফে কাজ বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সেই তালা এখনও ঝুলছে বাইরের গেটে। অথচ ঐতিহ্যবাহী বাড়িটি আর রইল না। এই নিয়ে ক্ষোভ, আক্ষেপ সকলের।

আরও পড়ুন: চিন নয়, ভারতে সুবিধা না পেয়ে দিল্লির বন্ধু দেশে যাবেন লাখ লাখ বাংলাদেশি! বড় পরিকল্পনা ঢাকার

advertisement

বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য ছিলেন। তাঁর ছেলে অলকেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি বাড়ি করেছিলেন। সেই বাড়িতে বেশ কিছুদিন ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তাঁর নামানুসারেই শান্তিনিকেতনের ওই জায়গার নাম হয় ‘অবনপল্লী’। সেই ঐতিহ্যবাহী স্মৃতিবিজড়িত ‘আবাস’ নামের বাড়িটি ভেঙে ফেলা হলো। একদিকে যখন গোটা বীরভূম তথা বোলপুর অনুব্রত মণ্ডলকে নিয়ে ব্যস্ত ঠিক তখনই এই বাড়ি ভেঙে ফেলা হয়েছে বলে একাংশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

advertisement

View More

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনে পূর্বপল্লীর শেষে অবনপল্লীতে শিল্পীর এই ‘আবাস’ নামের বাড়িটি আগেই ভাঙার কাজ শুরু হয়েছিল। সেই সময় নিন্দার ঝড় উঠেছিল। আর তাতেই কার্যত নড়েচড়ে বসেছিল বোলপুর পুরসভা থেকে শুরু করে পুলিশ প্রশাসন। ভাঙার কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল পুরসভার তরফে। এমনকি আবাস বাড়ির গেটে তালাও ঝুলিয়ে দিয়েছিল বোলপুর পুরসভা। তা সত্ত্বেও সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই গুঁড়িয়ে দেওয়া হলো ঐতিহ্যবাহী বাড়িটি।

advertisement

আরও পড়ুন: ব্যাগে মাকড়সার মতো নড়ছে ওটা কী? বিমান থেকে নেমে ব্যাগ খুলতেই সেই ভয়ঙ্কর জীব! আতঙ্কে আধিকারিকরা

প্রসঙ্গত, শিল্পীর নামানুসারেই এই এলাকার নাম ‘অবনপল্লী’ হয়েছে। এই বাড়িটি তৈরি করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলে অলকেন্দ্রনাথ ঠাকুর। জীবনের শেষ সময় বেশ কিছুদিন এই বাড়িতে কাটিয়েছিলেন অবনীন্দ্রনাথ। পরে তাঁর নাতি অমিতেন্দ্রনাথ ঠাকুর থাকতেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রতিষ্ঠাতা হিসাবে বিশ্বভারতীর প্রথম আচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৪১ সালে কবির প্রয়াণের পর ১৯৪২ সালে বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য হয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তখনও বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়নি। তবে শান্তিনিকেতনের মানুষজনের কাছে তিনি ‘অবন ঠাকুর’ নামেই পরিচিত বেশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

সৌভিক রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বোলপুর এলে আর দেখতে পাবেন না এই বাড়ি, সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হল ঠাকুর পরিবারের বাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল