জানা যাচ্ছে, মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের রেস্ট রুমে হঠাৎ আগুন লেগে যায়। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় সেই ঘরে থাকা সমস্ত আসবাবপত্র।
advertisement
অগ্নিকাণ্ডের বিষয়টি সামনে আসতেই সঙ্গে সঙ্গে রামপুরহাট দমকল বিভাগে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে ছুটে আসেন রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এম.এস.ভিপি পলাশ দাস।
এদিন সন্ধ্যায় চিকিৎসকদের রেস্ট রুমে কীভাবে হঠাৎ আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে।
আজ সন্ধ্যাবেলা রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের রেস্ট রুমে হঠাৎ আগুন লেগে যায়। এই ঘটনার জেরে হাসপাতালে চাঞ্চল্য ছড়ায়। অগ্নিকাণ্ডের বিষয়টি সামনে আসতেই রামপুরহাট দমকল বিভাগে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেটা এখনও পরিষ্কার নয়।
