West Bengal news: পুকুরপাড়ে খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের

Last Updated:

West Bengal news: পুকুরপাড়ে খেলতে গিয়ে একসঙ্গে জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মেমারি থানার দেবীপুর পূর্ব কাশিয়াড়া এলাকার ঘটনা।

পরিবারের ছবি
পরিবারের ছবি
মেমারি, সায়নী সরকার: পুকুরপাড়ে খেলতে গিয়ে একসঙ্গে জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মেমারি থানার দেবীপুর পূর্ব কাশিয়াড়া এলাকার ঘটনা।
দুই শিশুর মর্মান্তিক পরিণতিতে সমগ্র এলাকাজুড়ে শোকের ছায়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রাজদীপ হাজরা (৪) ও সৌভিক হাজরা (৪) দুই খুড়তুতো ভাই। দুজনে একসাথে মঙ্গলবার দুপুর নাগাদ বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করছিল।
advertisement
কিছুটা সময় কেটে যাওয়ার পর তাঁদের দেখতে না পেয়ে খোঁজ খবর শুরু করতেই পুকুরের জলে একসঙ্গে দুজনকে ভাসতে দেখে তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মেমারী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। খেলতে খেলতে অসাবধানতাবশত পুকুরের জলে পরে যাওয়াতেই জলে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর বলে পুলিশের প্রাথমিক অনুমান।
advertisement
মৃতের বাবা জানান, আমার ছেলে এবং আমার ভাইয়ের ছেলে দুজন একসঙ্গে খেলা করছিল। আমি তাড়া দিলে ওরা বাড়ি চলে আসে। আমরা অন্যমনস্ক হয়ে গেলে ওরা আবার বাইরে চলে আসে। কিছু ক্ষণ পর ওদের না দেখতে পেয়ে আমরা খুঁজতে থাকি। পরে তাদের পুকুরে ভাসতে দেখা যায় এবং তাদের জল থেকে তুলে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: পুকুরপাড়ে খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement