West Bengal news: পুকুরপাড়ে খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
West Bengal news: পুকুরপাড়ে খেলতে গিয়ে একসঙ্গে জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মেমারি থানার দেবীপুর পূর্ব কাশিয়াড়া এলাকার ঘটনা।
মেমারি, সায়নী সরকার: পুকুরপাড়ে খেলতে গিয়ে একসঙ্গে জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মেমারি থানার দেবীপুর পূর্ব কাশিয়াড়া এলাকার ঘটনা।
দুই শিশুর মর্মান্তিক পরিণতিতে সমগ্র এলাকাজুড়ে শোকের ছায়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রাজদীপ হাজরা (৪) ও সৌভিক হাজরা (৪) দুই খুড়তুতো ভাই। দুজনে একসাথে মঙ্গলবার দুপুর নাগাদ বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করছিল।
advertisement
কিছুটা সময় কেটে যাওয়ার পর তাঁদের দেখতে না পেয়ে খোঁজ খবর শুরু করতেই পুকুরের জলে একসঙ্গে দুজনকে ভাসতে দেখে তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মেমারী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। খেলতে খেলতে অসাবধানতাবশত পুকুরের জলে পরে যাওয়াতেই জলে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর বলে পুলিশের প্রাথমিক অনুমান।
advertisement
মৃতের বাবা জানান, আমার ছেলে এবং আমার ভাইয়ের ছেলে দুজন একসঙ্গে খেলা করছিল। আমি তাড়া দিলে ওরা বাড়ি চলে আসে। আমরা অন্যমনস্ক হয়ে গেলে ওরা আবার বাইরে চলে আসে। কিছু ক্ষণ পর ওদের না দেখতে পেয়ে আমরা খুঁজতে থাকি। পরে তাদের পুকুরে ভাসতে দেখা যায় এবং তাদের জল থেকে তুলে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 18, 2025 9:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: পুকুরপাড়ে খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের

