Airport viral: ব্যাগে মাকড়সার মতো নড়ছে ওটা কী? বিমান থেকে নেমে ব্যাগ খুলতেই সেই ভয়ঙ্কর জীব! আতঙ্কে আধিকারিকরা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Snake at Airport: মুম্বইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (CSMIA) কাস্টমস কর্মকর্তারা এক ভারতীয় যাত্রীকে আটক করেছে। বিপুল পরিমাণে বিদেশি সরীসৃপ পাচার করার চেষ্টা করছিলেন ওই যুবক, সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
ঘটনাটি ঘটেছে ৩১ মে, যখন থাই এয়ারওয়েজের ফ্লাইট TG৩১৭-এ ব্যাংকক থেকে আসা এক যাত্রীর চেকিং করা হচ্ছিল। সেই সময়ই সময় ধরা পড়ে। কাস্টমস অফিসাররা, গোয়েন্দাদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই যুবকের আচরণ সন্দেহজনক মনে করে। তখন যাত্রীর লাগেজের তল্লাশির সময়ে ৫২টি জীবন্ত সরীসৃপ দেখে চমকে যান। Image: X/mumbaicus3
advertisement
যার মধ্যে ছিল তিনটি স্পাইডার-টেইলড হর্নড ভাইপার। বিরল মরুভূমির এই সাপের লেজ একদম মাকড়সার মতো। সেই সঙ্গে ছিল পাঁচটি এশিয়ান লিফ টার্টলও উদ্ধার করেন, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয়। এছাড়াও, ৪৪টি ইন্দোনেশিয়ান পিট ভাইপার আবিষ্কৃত হয়, যার মধ্যে একটি নিয়ে যাওয়ার সময়ে মারা যায়। Image: X/mumbaicus3
advertisement
advertisement
এই প্রাণীগুলি পাচার করা একটি শাস্তিযোগ্য অপরাধ। যদিও ইন্দোনেশিয়ান পিট ভাইপার CITES-এর অধীনে তালিকাভুক্ত নয়, যথাযথ নথিপত্র ছাড়া এর আমদানি ভারতীয় কাস্টমস এবং বন্যপ্রাণী বিধি লঙ্ঘন করেছে, তাই বাজেয়াপ্ত করা হয়েছে। যাত্রীকে কাস্টমস আইন, ১৯৬২-এর প্রাসঙ্গিক ধারায় গ্রেফতার করা হয়েছে। Image: Representative
