TRENDING:

Padma Erosion: পদ্মার জল বৃদ্ধিতে ভাঙন রোধ করা যাচ্ছে না কিছুতেই! চোখের সামনেই তলিয়ে যাচ্ছে রাস্তা ভিটেমাটি

Last Updated:

Flood situation update: এক দিকে চলছে বৃষ্টি অন্যদিকে ক্রমেই জলস্তর বাড়ায় ভয়াল হয়েছে পদ্মা। পদ্মা এখনও বসতি থেকে কয়েক মিটার দূরে। পদ্মার জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ভাঙন রোধের কাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

আরও পড়ুন: ওয়েব সিরিজ দেখার দিন শেষ! ২৫টি অ্যাপ বন্ধ করে দিল কেন্দ্র, কোন কোন অ্যাপ জানেন? মাথায় হাত গ্রাহকদের

এদিকে, BSF-এর পেট্রোলিং রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে যায়, এবং নদীর জল ক্রমশ গ্রামের বাড়ির কাছাকাছি চলে আসায় আতঙ্কিত গ্রামবাসী।  আর বালির বস্তা দিয়ে কাজ করার সময় হুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে বিঘের পর বিঘে জমি জায়গা। এমনকি তলিয়ে গিয়েছে রাস্তাও।

advertisement

গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, গত বছর তিনবার টাকা বরাদ্দ দেওয়া সত্ত্বেও ভাঙন রোধে পুরোপুরি কাজ করা হয়নি। জলবৃদ্ধির কারণে কাজ বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি ভাঙন রোধে কাজ শুরু করা হয়েছে। কিন্তু সেই কাজ চললেও ভাঙন আটকানো যাবে না বলেই দাবি বাসিন্দাদের।  এবারও জল বাড়ার পর শুধু বালির বস্তা দিয়ে সাময়িক সমাধানের চেষ্টা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।

advertisement

আরও পড়ুন: ১ ঘণ্টার জন্য মারা যান তরুণী, ‘স্বর্গ’ থেকে ফিরে বলেন সেই অভিজ্ঞতার কথা! সত্যি ঘটনায় হতবাক হয়ে যান বিজ্ঞানীরা

গ্রামের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, গতবারের মতো এবারও ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে কি পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বারবার বরাদ্দ দেওয়া সত্ত্বেও কাজ সম্পূর্ণ না হওয়ার পেছনে দায়ী কে? শুধু বালির বস্তা দিয়ে কি স্থায়ী সমাধান সম্ভব?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু'দশকে বেতন পাননি এক টাকাও, কিন্তু সময় হলেই স্কুলে হাজির হন শিক্ষার ঝুলি নিয়ে
আরও দেখুন

যদিও গ্রাম পঞ্চায়েতের সদস্য জানিয়েছেন, ভাঙন রোধে সঠিক ভাবেই কাজ চলছে। তবে ভাঙন চলছে কিছু কিছু জায়গায়। আমরা গ্রামের বাসিন্দাদের দাবি শুনেছি অতি দ্রুত সমস্যা সমাধান যাতে করা যায় তাও দেখা হবে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Padma Erosion: পদ্মার জল বৃদ্ধিতে ভাঙন রোধ করা যাচ্ছে না কিছুতেই! চোখের সামনেই তলিয়ে যাচ্ছে রাস্তা ভিটেমাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল