চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই তাপপ্রবাহের মধ্যে বেলা ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত বাড়ির বাইরে বের না হওয়াই ভাল। তবুও জীবিকা ও নানান জরুরি প্রয়োজনে বহু মানুষকে বাইরে বের হতে হচ্ছে। এই পরিস্থিতিতে বাইরে বের হলে সারা শরীর ঢেকে-ঢুকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি সঙ্গে পর্যাপ্ত জল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে পথচারীদের সবাই হয়ে এগিয়ে এসেছে সুন্দরবন পুলিশ জেলার রায়দিঘি থানার পুলিশ কর্মীরা।
advertisement
আরও পড়ুন: বাকি ৬ দফা ভোটের আগে কী চাইছেন অবসরপ্রাপ্ত ও বয়স্করা?
কাশীনগরে অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তভদীপ্ত আচার্য ও রায়দিঘি থানার আইসি দেবর্ষি সিনহার উপস্থিতিতে চলে এক সচেতনতা কর্মসূচি। সেখান থেকে তাঁরা সাধারণ মানুষজনকে তাপপ্রবাহ নিয়ে সচেতন করেন। এরপর গরমের মধ্যে সাধারণ মানুষকে স্বস্তি দিতে জলছত্রের উদ্বোধন করা হয়। সেখানে ছিল জল, বাতাসা। পথচলতি মানুষজনের জন্য এই পরিষেবা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: পাঁশকুড়ার বুকে মায়ার ইন্দ্রজাল দেখতে ছুটে ছুটে আসছে সবাই
প্রচন্ড গরমে নাজেহাল সুন্দরবন পুলিশ জেলার অন্তর্গত সাধারণ মানুষজন। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে বারণ করা হচ্ছে। তবুও কাজের তাগিদে অনেকেই বাইরে বের হচ্ছেন। তাঁদের জন্যই এই জলছত্র চালু থাকবে বলে জানা গিয়েছে। তীব্র গরমের মধ্যে একটু জল পেয়ে খুশি সাধারণ মানুষজন। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এই দাবদাহ চলতে থাকলে জলছত্র আরও বেশিদিন খোলা থাকবে বলে পুলিশ সূত্রে খবর।
নবাব মল্লিক