Magic Show: পাঁশকুড়ার বুকে মায়ার ইন্দ্রজাল দেখতে ছুটে ছুটে আসছে সবাই
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Magic Show: ম্যাজিক শো বাংলার একটি প্রাচীন বিনোদনের মাধ্যম। এই বাংলা থেকে বিখ্যাত জাদুকরেরা তাঁদের ম্যাজিক দেখিয়ে শুধু গোটা ভারত নয় বিশ্বজুড়ে সমাদৃত হয়েছেন
পূর্ব মেদিনীপুর: ছোটোবেলায় ফিরে যেতে চান? চলে আসুন পাঁশকুড়ার রবীন্দ্র-নজরুল ভবনে। এখানে বসেছে ম্যাজিক শো-এর আসর। ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখে আপ্লুত দর্শকেরা। ম্যাজিক মানেই আমাদের মনে ভেসে আসে মায়ার ইন্দ্রজাল। এই ইন্দ্রজালে দর্শকদের সম্মোহিত করে একের পর এক ম্যাজিকের খেলা দেখিয়ে চলেন ম্যাজিশিয়ান। ম্যাজিক কোনও মন্ত্র, তন্ত্র বিদ্যা নয়, সবটাই হাতের কৌশল। এবং তাতে আছে কেবলই বিজ্ঞান।
ম্যাজিক শো বাংলার একটি প্রাচীন বিনোদনের মাধ্যম। এই বাংলা থেকে বিখ্যাত জাদুকরেরা তাঁদের ম্যাজিক দেখিয়ে শুধু গোটা ভারত নয় বিশ্বজুড়ে সমাদৃত হয়েছেন। পিসি সরকার তুলল আর কোনও ম্যাজিশিয়ানকে দুনিয়া বো হয় আর কোনদিনও পাবে না। কিন্তু বর্তমানে এই ম্যাজিক শো-এর কদর অনেকটাই কমছে। তবে পুরনো সেই দিন ফিরিয়ে আনতে পাঁশকুড়ার রবীন্দ্র-নজরুল ভবনে শুরু হয়েছে জাদুকর প্রিন্স ইন্ডিয়ার ম্যাজিক শো। এই ম্যাজিক শো চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সন্ধে ৬ থেকে শুরু হয় ম্যাজিক শো। বিভিন্ন মূল্যের টিকিট রয়েছে। শো-এর দিন সকাল থেকে রবীন্দ্র-নজরুল ভবন চত্বরে টিকিট পাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন: প্রচারে বেরিয়ে আইসক্রিম বিক্রি করলেন প্রার্থী
advertisement
প্রতিদিন সন্ধেয় ম্যাজিক শো’তে জাদুকর সম্রাট ও তাঁর সহযোগী মিলে একের পর এক ম্যাজিকের খেলা প্রদর্শন করেন দর্শকদের সামনে। কখনও দড়ি বাঁধা অবস্থায় বাক্স থেকে বেরিয়ে আসা, কখনও শূন্যে মানুষকে ভাসিয়ে রাখা। আবার কখনও মঞ্চে টাকার বৃষ্টি ঘটানো সহ একাধিক ম্যাজিকের খেলা প্রদর্শন করেন জাদুকর।
advertisement
বর্তমানে পারিবারিক অনুষ্ঠানগুলিতে মায়া ইন্দ্রজালের খেলা দেখানোর সুযোগ পায় ম্যাজিশিয়ানরা। রুটি রোজগারের তাগিদেই তারাও পারিবারিক বিভিন্ন ইভেন্টে শো করেন। কিন্তু শহরে গ্রামেগঞ্জে হল বুক করে সেভাবে শো হয় না। পাঁশকুড়ায় বহুদিন পর বসেছে ম্যাজিক শোয়ের আসর। তীব্র গরমের মধ্যে সন্ধ্যেবেলায় তাতেও মানুষজন দেখতে আসছে বলে জানান ম্যাজিসিয়ান। হারানো দিনের ম্যাজিক শো দেখে আপ্লুত পাঁশকুড়া এলাকার দর্শকেরা।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2024 6:27 PM IST