Lok Sabha Election 2024: প্রচারে বেরিয়ে আইসক্রিম বিক্রি করলেন প্রার্থী
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Lok Sabha Election 2024: প্রচারে বেরিয়ে মানুষকে কিছুটা স্বস্তি দিতে তিনি বিক্রি করছেন আইসক্রিম। শুনে অবাক হলেও এটাই বাস্তব ছবি। এমনকি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক মানুষকে নানা কাজে সাহায্য করেই তাঁর জনসংযোগের কাজ সারছেন
হাওড়া: নির্বাচিত হয়ে মানুষের পাশে থাকতে চান উলুবেরিয়ার বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক। আর তাই নির্বাচনের আগে নিবিড় জনসংযোগের লক্ষ্যে আইসক্রিম বিক্রি থেকে শুরু করে মেহনতি মানুষের সঙ্গে কাজ করা, কত কিই না করছেন হাত চিহ্নের এই প্রার্থী।
আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গজুড়ে আগামী আরও কিছু দিনের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে। বেলা গড়ালেই বাইরে পা দেওয়া যাচ্ছে না। তারই মধ্যে কঠিন রোদেও ভোটপ্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দলের প্রার্থীরা। কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ। আর ঠিক সেই সময় অভিনব উপায়ে প্রচার সারছেন হাওড়ার উলুবেড়িয়া লোকসভার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক।
advertisement
advertisement
প্রচারে বেরিয়ে মানুষকে কিছুটা স্বস্তি দিতে তিনি বিক্রি করছেন আইসক্রিম। শুনে অবাক হলেও এটাই বাস্তব ছবি। এমনকি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক মানুষকে নানা কাজে সাহায্য করেই তাঁর জনসংযোগের কাজ সারছেন। গরমে মেহনতি মানুষের সঙ্গে কাঁধে কাঁধ নানান কাজ করছেন। চাষের জমিতে নেমে গিয়ে কৃষককে তাঁর কাজে সাহায্য করতেও দেখা গিয়েছে এই প্রার্থীকে। আবার কখনও রিক্সা চালককে সহযোগিতা করছেন। হুডখোলা জিপে চড়ে প্রচারের বদলে পায়ে হেঁটে মানুষকে কাজে সাহায্য করে প্রচার করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ বোধ করছেন বলে জানিয়েছেন এই কংগ্রেস প্রার্থী। লোকসভা ভোটে জিতে এসি ঘরে বসে না থেকে খেটে খাওয়া মানুষের পাশে থেকে তাঁদের জন্য কাজ করতে চান, এইভাবে প্রচার করে সেই বার্তাই দিতে চাইছেন আজহার মল্লিক। তাঁর এই অভিনব প্রচারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2024 5:18 PM IST