Lok Sabha Election 2024: কেরি সাহেবের নীলকুঠি পর্যটনকেন্দ্র হবে? ভোটের আগে জোরালো দাবি
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Lok Sabha Election 2024: কেরি সাহেবের নীলকুঠি পুরোটাই ভেঙে পড়েছে, আগাছায় ভরে রয়েছে চারিদিক। তারি মাঝে উঁকি মারছে দালানের ইট। প্রশাসনিক উদ্যোগের অভাবে পুরোপুরি হারিয়ে যেতে বসেছে নীলকুঠিটি
মালদহ: জেলার নীলকুঠিগুলির মধ্যে অন্যতম কেরি সাহেবের মদনাবতী নীলকুঠি। মালদহ-দক্ষিণ দিনাজপুর সীমান্তবর্তী গ্রাম মদনাবতী। এই গ্রামে একটি বিশাল দিঘির পাড়ে আজও রয়েছে উইলিয়াম কেরি সাহেবের নীলকুঠির ধ্বংসাবশেষ। তবে অবহেলায় অনাদরে পড়ে পড়ে ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে ব্রিটিশ শাসনের অত্যাচারের চিহ্ন বহনকারী এই ইতিহাস। লোকসভা ভোটের মুখে কেরি সাহেবের নীলকুঠিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি তুললেন স্থানীয়রা।
কেরি সাহেবের নীলকুঠি পুরোটাই ভেঙে পড়েছে, আগাছায় ভরে রয়েছে চারিদিক। তারি মাঝে উঁকি মারছে দালানের ইট। প্রশাসনিক উদ্যোগের অভাবে পুরোপুরি হারিয়ে যেতে বসেছে নীলকুঠিটি। তবে সেখানকার গ্রামবাসীরা আজও সাধ্যমত আগলে রেখেছেন ব্রিটিশ শাসনের এই ইতিহাসকে। তবে রক্ষা করতে অনেকটাই ব্যর্থ, কারণ এতদিনেও প্রশাসনের তরফ থেকে কোনরকম সংরক্ষণের ব্যবস্থাটুকু করা হয়নি। আসন্ন লোকসভা নির্বাচনে মদনাবতী গ্রামের বাসিন্দারা দাবি করছেন, এই নীলকুঠি ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক।
advertisement
advertisement
প্রায় নিয়মিত বহু মানুষ এখানে আসেন নীলকুঠির টানে। কিন্তু প্রশাসনের উদ্যোগে কোনরকম জায়গাটির সংরক্ষণ বা সংস্কার না করায় হতাশ হয়ে ফিরে যান পর্যটকরা। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রাচীন এই নীলকুঠিকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে গ্রামের সার্বিক উন্নয়ন ঘটবে। গ্রামের বাসিন্দা পরিতোষ সরকার বলেন, অনেক মানুষ এখানে ঘুরতে আসেন। তবে সংস্কার সংরক্ষণ হচ্ছে না, তাই জঙ্গলে ভরে রয়েছে। লোকসভা নির্বাচনে যে প্রার্থী জিতে সাংসদ হোক না কেন আমরা চাই এখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে উদ্যোগ নেবেন তিনি।
advertisement
মালদহ শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মদনাবতি গ্রামে রয়েছে কেরি সাহেবের নীলকুঠি। জেলার ইতিহাসবিদদের মতে, শ্রীরামপুরে যাওয়ার আগে প্রথম মদনাবতি নীলকুঠির দায়িত্বে ছিলেন উইলিয়াম কেরি। তিনি একজন খ্রিস্টান ধর্ম প্রচারক ছিলেন। কথিত আছে উইলিয়াম কেরি এখানেই প্রথম ছাপাখানা তৈরির প্রচেষ্টা করেন। নানান ইতিহাসের সাক্ষী এই নীলকুঠি।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2024 4:56 PM IST