Lok Sabha Election 2024: বাকি ৬ দফা ভোটের আগে কী চাইছেন অবসরপ্রাপ্ত ও বয়স্করা?

Last Updated:

Lok Sabha Election 2024: অবসর নেওয়ার পর বয়স্ক ব্যক্তিদের মানসিক অবস্থার নানান সমস্যা দেখা যায়। তাই তাঁদের দাবি, অবসরপ্রাপ্ত ব্যক্তিদের তাঁদের যোগ্যতার নিরিখে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো হোক। বিশেষ করে সমাজের মান উন্নয়নের কাজে তাদের ব্যবহার করার দাবি রাখা হয়েছে

+
title=

পশ্চিম মেদিনীপুর: শুরু হয়ে গিয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রক্রিয়া। ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে। আরও ছ’দফার ভোট গ্রহণ বাকি। কিন্তু এবারের নির্বাচন থেকে অবসরপ্রাপ্ত ও প্রবীণদের প্রত্যাশা ঠিক কী? সেটাই খোঁজ নিলাম আমরা।
ষাট বছর বয়স হলেই সরকারি ও বহু বেসরকারি ক্ষেত্রে কর্মরতদের অবসর নিতে হয়। এরপর তাঁদের সময় কাটে বিভিন্ন কাজে কিংবা বাড়িতে। তাদের থেকেই আমরা জানলাম কীভাবে হত আজ থেকে প্রায় বছর ত্রিশ আগের নির্বাচন।
প্রসঙ্গত বর্তমানে নির্বাচন মানেই যেন হিংসা-হানাহানি স্বাভাবিক বিষয়ে হয়ে দাঁড়িয়েছে। রাজনীতি করতে গিয়েও বহু মানুষকে বিপদের সম্মুখীন হতে হয়। এই ধরনের বিভিন্ন অপ্রীতিকর ঘটনা দেখে বর্তমান যুব প্রজন্মের বহু মানুষ ভোট দান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কেউ ভয়বশত আবার কেউ বিভিন্ন কারণে ভোটদানে আগ্রহ দেখান না। স্বাভাবিকভাবেই সামাজিকতার উন্নতি এবং নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ও ভোট দান প্রক্রিয়ার আবেদন জানিয়েছেন বয়স্করা।
advertisement
advertisement
শুধু তাই নয় বিভিন্ন চাকরি ক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর বয়স্ক ব্যক্তিদের মানসিক অবস্থার নানান সমস্যা দেখা যায়। তাই তাঁদের দাবি, অবসরপ্রাপ্ত ব্যক্তিদের তাঁদের যোগ্যতার নিরিখে বিভিন্ন ক্ষেত্রে নানান কাজ দেওয়া সম্ভব হলে, তাঁরা সমাজ সচেতনতামূলক এবং সামাজিক নানান কাজ করতে পারবেন।এছাড়াও সামাজিকতার উন্নতি, বর্তমান প্রজন্মের স্বাস্থ্য, পড়াশোনা এবং কর্মসংস্থানের দাবি জানিয়েছেন বয়স্করা। এখন তাঁদের দাবি দাওয়া কতটা পূরণ হবে তা সময়‌ই বলবে।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Lok Sabha Election 2024: বাকি ৬ দফা ভোটের আগে কী চাইছেন অবসরপ্রাপ্ত ও বয়স্করা?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement