আর এর পরেই রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরে মঙ্গলবারনির্দেশ আসে কাজ শুরু করার জন্য। ইতিমধ্যেই রক্তকরবীর জন্য মোট DPR জমা দেওয়া হয়েছে ৫ কোটি ৬৩ লক্ষ টাকার। তার মধ্যে সিভিল ওয়ার্কের জন্য প্রথম অ্যাপ্রুভল এসেছে ৯৯ লক্ষ ৪৬ হাজার টাকা। খুব শীঘ্রই এই কাজ শুরু হবে বলে জানান রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান। অন্যদিকে রক্তকরবীর লাইটের জন্য ১ কোটি ৪৩ লক্ষ ৯০ হাজার টাকা, পুশিং চেয়ার এবং সাউন্ড সিস্টেমের জন্য ১ কোটি ৩৭ লক্ষ ৯৯ হাজার টাকা, অগ্নিনির্বাপক যন্ত্রের জন্য ৪৩ লক্ষ ২৬ হাজার টাকা এবং ফল সিলিং ও ওয়ালপেপার কাজের জন্য ১ কোটি ৩৮ লক্ষ ৪৯ হাজার টাকা কম্পনেন্ট জমা দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন : ঘর ফেরানো হোক, চায় বিশ্বভারতীর ‘আলাপিনী’
ইতিমধ্যে কাজ শুরু করার জন্য প্রথম এপ্রুভল এসেছে ৯৯ লক্ষ ৪৬ হাজার টাকার। আগামী১০ থেকে ১৫ দিনেরমধ্যে নতুন করে কাজ শুরু হবে বলে জানা যায়। চলতি বছরের ১৫ আগস্ট এর মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হবে বলে জানায়পৌরসভা কর্তৃপক্ষ। স্বভাবতই খুশির হাওয়া রামপুরহাটের সংস্কৃতিপ্রেমিক মানুষের মধ্যে। রামপুরহাটের এক সাংস্কৃতিক প্রেমী মানুষ অমিতাভ হালদার জানান, বামফ্রন্টের আমলে আজ থেকে প্রায় ২০ বছর আগে এই মঞ্চের কাজ শুরু হয়।
আরও পড়ুন : বারাণসীর মতো এই দৃশ্য এবার দেখা যাবে তারাপীঠেও! দর্শনার্থীদের ভিড় আরও বাড়াবে সন্ধ্যা আরতি
এই মঞ্চবিগত প্রায় সাত থেকে আট বছর ধরে সংস্কারের অভাবে বন্ধ হয়ে পড়েছিল । নতুনভাবে কাজ শুরু হওয়ার খবরপেয়েআনন্দিত শহরের মানুষজন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
যত তাড়াতাড়ি কাজ সম্পন্ন হলে ফেররক্তকরবীকে আগের মত দেখা যাবে বলে আশা প্রকাশ করছেন রামপুরহাটের বাসিন্দারা।
সৌভিক রায়






