Jagadhatri Puja 2025 : চন্দননগরকে 'টক্কর' দেওয়ার সবরকম প্রস্তুতি, কয়েক বছরে জগদ্ধাত্রী পুজোর নতুন ডেস্টিনেশন হাওড়ার 'এই' জায়গা

Last Updated:
Jagadhatri Puja 2025 : আকর্ষণীয় আলোকসজ্জা, মণ্ডপ এবং প্রতিমা। আর মেলার পসরা মানুষকে আকৃষ্ট করা। গত কয়েক বছরে হাওড়া'র পাঁচলা- বাউড়িয়া রোড জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত হয়ে উঠেছে।
1/5
মিনি চন্দননগর: জগদ্ধাত্রী পুজোয় সেজে উঠেছে, মিনি চন্দনগর! কলকাতার বিখ্যাত দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত হুগলির চন্দনগর। প্রতি বছর জগদ্ধাত্রী পুজো চন্দননগরে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে পুজোকে কেন্দ্র করে। আলোকসজ্জা মণ্ডপসজ্জা এবং প্রতিমা দেখতে মানুষ ভিড় জমায়। চন্দননগরের মতই জগদ্ধাত্রী পুজোয় মানুষের ঢল নামে হাওড়া'র এই স্থানে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
জগদ্ধাত্রী পুজোয় সেজে উঠেছে মিনি চন্দনগর! কলকাতার বিখ্যাত দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত হুগলির চন্দনগর। প্রতি বছর জগদ্ধাত্রী পুজো চন্দননগরে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে পুজোকে কেন্দ্র করে। আলোকসজ্জা মণ্ডপসজ্জা এবং প্রতিমা দেখতে মানুষ ভিড় জমায়। চন্দননগরের মতই জগদ্ধাত্রী পুজোয় মানুষের ঢল নামে হাওড়া'র এই স্থানে। <strong>(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)</strong>
advertisement
2/5
একটি মণ্ডপের থেকে অন্য মণ্ডপের সামান্য দূরত্ব। এখানেও আকর্ষণীয় আলোকসজ্জা মণ্ডপ এবং প্রতিমা। আর মেলার পসরা মানুষকে আকৃষ্ট করে। গত কয়েক বছরে হাওড়া'র পাঁচলা- বাউড়িয়া রোড জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত হয়ে উঠেছে। পুজোর দুটো দিন মানুষের ঠাসা ভিড়।
একটি মণ্ডপের থেকে অন্য মণ্ডপের সামান্য দূরত্ব। এখানেও আকর্ষণীয় আলোকসজ্জা মণ্ডপ এবং প্রতিমা। আর মেলার পসরা মানুষকে আকৃষ্ট করে। গত কয়েক বছরে হাওড়া'র পাঁচলা- বাউড়িয়া রোড জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত হয়ে উঠেছে। পুজোর এই দুদিন মানুষের ঠাসা ভিড়।
advertisement
3/5
খুব বড় বাজেটের মণ্ডপ না হলেও মণ্ডপ গুলিতে ভিন্ন থিম ভীষণভাবে দর্শনার্থীদের আকৃষ্ট করে। হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও দর্শনার্থী আসে হাওড়ার মিনি চন্দননগরে। এখানে নবমী-দশমী মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
খুব বড় বাজেটের মণ্ডপ না হলেও মণ্ডপগুলিতে ভিন্ন থিম ভীষণভাবে দর্শনার্থীদের আকৃষ্ট করে। হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও দর্শনার্থী আসে হাওড়ার মিনি চন্দননগরে। এখানে নবমী-দশমী মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
advertisement
4/5
জগদ্ধাত্রী পুজোয় জনস্রোত হাওড়াতেও। হাওড়ার বাউরিয়া থেকে পাঁচলা মোড় কয়েক কিলোমিটারে এলাকা জুড়ে ৫-৭ টি গ্রাম জুড়ে জগদ্ধাত্রী আরাধনায় মেতে ওঠে। অষ্টমী থেকে বেশ কিছু মণ্ডপে দর্শনার্থীরা ভিড় জমায়। জগদ্ধাত্রী পুজো'র জন্য উল্লেখযোগ্য বাউরিয়া, রঘুদেবপুর, ঘোষালচক, বাসুদেবপুর, বেলকুলাই, ক্ষয়জাপুর, বুড়িখালি গ্রাম গুলি জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে একত্রে 'মিনি চন্দনগর' নামে পরিচিত।
জগদ্ধাত্রী পুজোয় জনস্রোত হাওড়ায়। হাওড়ার বাউরিয়া থেকে পাঁচলা মোড় কয়েক কিলোমিটারে এলাকা জুড়ে ৫-৭ টি গ্রাম জুড়ে জগদ্ধাত্রী আরাধনায় মেতে ওঠে। অষ্টমী থেকে বেশ কিছু মণ্ডপে দর্শনার্থীরা ভিড় জমায়। জগদ্ধাত্রী পুজো'র জন্য উল্লেখযোগ্য বাউরিয়া, রঘুদেবপুর, ঘোষালচক, বাসুদেবপুর, বেলকুলাই, ক্ষয়জাপুর, বুড়িখালি গ্রামগুলি জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে একত্রে 'মিনি চন্দনগর' নামে পরিচিত।
advertisement
5/5
হাওড়ার মিনি চন্দননগরে বনেদি বাড়ি এবং বারোয়ারি মিলিয়ে প্রায় একশত জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩০- ৪০ টি পুজো দারুন আকর্ষণ থাকে। হাওড়ার মিনি চন্দননগরের উল্লেখযোগ্য পুজো গুলি হল, বাসুদেবপুর নেতাজি জন্মোৎসব পরিচালন সমিতি, ঘোষালচক বিবেকানন্দ স্মৃতি সংঘ, মাতৃ সংঘ, জুনিয়র সংঘ,বিবেকানন্দ স্মৃতি সংঘ, রবীন্দ্র স্মৃতি সংঘ, যুবশক্তি, ক্ষুদিরাম সংঘ, সমাজ শিক্ষা কেন্দ্র, নেতাজি আদর্শ ব্যায়ামাগার, বিবর্তন, বাসুদেবপুর তরুণ সমিতি, জনকল্যাণ প্রতিষ্ঠান ও ব্যায়ামাগার সহ বিভিন্ন পুজো। প্রতি বছরের ন্যায় এবারও আকর্ষণীয় মণ্ডপ আলোকসজ্জা প্রতিমা এবং মেলার পসরা সেজেছে। উদ্যোক্তারা জানাচ্ছেন, প্রাকৃতিক দুর্যোগ মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও অষ্টমীর দিন দুর্যোগ উপেক্ষা করেই সন্ধ্যার পর দর্শনার্থীরা রাস্তায় নেমেছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
হাওড়ার মিনি চন্দননগরে বনেদি বাড়ি এবং বারোয়ারি মিলিয়ে প্রায় একশত জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩০- ৪০ টি পুজো দারুন আকর্ষণ থাকে।হাওড়ার মিনি চন্দননগরের উল্লেখযোগ্য পুজো গুলি হল, বাসুদেবপুর নেতাজি জন্মোৎসব পরিচালন সমিতি, ঘোষালচক বিবেকানন্দ স্মৃতি সংঘ, মাতৃ সংঘ, জুনিয়র সংঘ,বিবেকানন্দ স্মৃতি সংঘ, সহ বিভিন্ন পুজো। অষ্টমীর দিন থেকেই দুর্যোগ উপেক্ষা করেই সন্ধ্যার পর দর্শনার্থীরা রাস্তায় নেমেছে। <strong>(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)</strong>
advertisement
advertisement
advertisement