TRENDING:

Hooghly News:"গোলাপীসুন্দরী" শিক্ষক রওনা দিলেন অযোধ্যায়, সেখানেই প্রচার করবেন সচেতনতার

Last Updated:

হুগলির খানাকুলের মার্জপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রম বন্ধ এবং বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে খানাকুল থেকে পায়ে হেঁটে অযোধ্যার রাম মন্দিরে পৌঁছাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খানাকুল: পায়ে হেঁটে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশে বেরিয়ে পড়লেন গোলাপী সুন্দরী। হুগলির খানাকুলের মার্জপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রম বন্ধ এবং বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে খানাকুল থেকে পায়ে হেঁটে অযোধ্যার রাম মন্দিরে পৌঁছাবেন। এদিন রাজা রামমোহন রায়ের বসতবাটি রঘুনাথপুর থেকে তিনি রওনা দেন। তার যাত্রা সূচনাতে উপস্থিত ছিলেন রামমোহন গবেষক দেবাশীষ শেঠ সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ।
advertisement

আরও পড়ুন: পথ নিরাপত্তার সচেতনতায় রোজ ক্লাস আরামবাগের বিভিন্ন স্কুলে

উল্লেখ্য,শুধু এই প্রথমেই নয়, এর আগেই পায়ে হেঁটে দিল্লি, দার্জিলিং সহ বিভিন্ন স্থানে গিয়েছিলেন দেবাশীষ বাবু। রাস্তার পাশে যাওয়ার সময় তিনি সাধারণ মানুষের উদ্দেশেবাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রমসহ একাধিক বিষয় নিয়ে বার্তা দেন।পাশাপাশি রাজা রামমোহন রায়ের জন্মস্থানকে আরো সুন্দর করে সাজিয়ে তোলার দাবি জানান। এবারেওদেশ-বিদেশের বিভিন্ন মানুষকে সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে ও রামমোহনের নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি হয় এবং রেল যোগাযোগ হয় উঠে সেই ব্যাপারে প্রশাসনকে ভাবাতে তিনি অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশেবেরিয়ে পড়েন।

advertisement

আরও পড়ুন: হারিয়ে ‌যাচ্ছে প্রাচীন এই খেলা, স্মৃতির সরণী বেয়ে বেঁচে থাকবে ছবিতেই

View More

প্রধান শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায় জানান, বহুরূপী সেজে আমি বেরিয়ে পড়লাম অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে। কারণ এখানে মনে হয়েছে বহু দেশ-বিদেশের সাধারণ মানুষেরা পৌঁছাবেন আর সেখানেই যদি আমি আমার বার্তা সচেতনতা উদ্দেশ্যে ছড়িয়ে দিতে পারি তাহলে হয়তো অনেকটাই মানুষের মধ্যে সজাগ তৈরি হবে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তাই এবারও পায়ে হেঁটে রাজা রামমোহন রায়ের জন্মস্থান থেকে সচেতন করতে এই উদ্যোগ নিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News:"গোলাপীসুন্দরী" শিক্ষক রওনা দিলেন অযোধ্যায়, সেখানেই প্রচার করবেন সচেতনতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল