Lost Game of Childhood: হারিয়ে যাচ্ছে প্রাচীন এই খেলা, স্মৃতির সরণী বেয়ে বেঁচে থাকবে ছবিতেই
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Lost Game of Childhood: সবার প্রথমে যে খেলার কথা মনে পড়ে তার নাম চু- কিত কীত বা এক্কা দোক্কা, মূলত এটি মেয়েদের পছন্দের খেলা।
advertisement
সবার প্রথমে যে খেলার কথা মনে পড়ে তার নাম চু- কিত কীত বা এক্কা দোক্কা, মূলত এটি মেয়েদের পছন্দের খেলা। এই খেলার খেলার উপকরণ বলতে মাটির ভাঙ্গা হাড়ি বা কলসির টুকরা দিয়ে তৈরি চাড়া বা ঘুটি। পর্যায়ক্রমে এক এক করে প্রতিটি ঘরে চাড়া ছুঁড়ে ফেলতে হয়। তারপর এক পায়ে লাফ দিয়ে দাগে পায়ের স্পর্শ এড়িয়ে ঐ চাড়া পায়ের আঙ্গুলের টোকার সাহায্যে ঐ ঘর থেকে বের করে বাইরে আনতে হয়।
advertisement
৯০ এর দশক পর্যন্ত গ্রামীণ কিশোর ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় খেলা মার্বেল বা গুলি খেলা। কোন কোন অঞ্চলে এই খেলাকে বিঘত খেলাও বলে। এই খেলার নিস্পত্তি হয় অন্যের মার্বেল খেলে জিতে নিজের করে নেওয়ার মাধ্যমে। এই খেলার প্রথম প্রচলন শুরু অবিভক্ত বাংলার চট্টগ্রামে। বর্তমান সময়ে এই গুলি খেলার প্রচলন কমেছে আগের থেকে অনেকটাই।
advertisement
advertisement
advertisement