Lost Game of Childhood: হারিয়ে ‌যাচ্ছে প্রাচীন এই খেলা, স্মৃতির সরণী বেয়ে বেঁচে থাকবে ছবিতেই

Last Updated:
Lost Game of Childhood: সবার প্রথমে যে খেলার কথা মনে পড়ে তার নাম চু- কিত কীত বা এক্কা দোক্কা, মূলত এটি মেয়েদের পছন্দের খেলা।
1/6
বর্তমানের আধুনিকতার যুগে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার বেশ কিছু প্রাচীন খেলা। কারণ এখন ছোট থেকেই ছেলেমেয়েরা আসক্ত হয়ে পড়ছে মোবাইল ফোনের প্রতি। ৯০ এর দশক পর্যন্ত এই খেলার দেখা মিললেও বর্তমান সময়ে বাচ্চারা জানেই না এই প্রাচীন খেলা।
বর্তমানের আধুনিকতার যুগে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার বেশ কিছু প্রাচীন খেলা। কারণ এখন ছোট থেকেই ছেলেমেয়েরা আসক্ত হয়ে পড়ছে মোবাইল ফোনের প্রতি। ৯০ এর দশক পর্যন্ত এই খেলার দেখা মিললেও বর্তমান সময়ে বাচ্চারা জানেই না এই প্রাচীন খেলা।
advertisement
2/6
সবার প্রথমে যে খেলার কথা মনে পড়ে তার নাম চু- কিত কীত বা এক্কা দোক্কা, মূলত এটি মেয়েদের পছন্দের খেলা। এই খেলার খেলার উপকরণ বলতে মাটির ভাঙ্গা হাড়ি বা কলসির টুকরা দিয়ে তৈরি চাড়া বা ঘুটি। পর্যায়ক্রমে এক এক করে প্রতিটি ঘরে চাড়া ছুঁড়ে ফেলতে হয়। তারপর এক পায়ে লাফ দিয়ে দাগে পায়ের স্পর্শ এড়িয়ে ঐ চাড়া পায়ের আঙ্গুলের টোকার সাহায্যে ঐ ঘর থেকে বের করে বাইরে আনতে হয়।
সবার প্রথমে যে খেলার কথা মনে পড়ে তার নাম চু- কিত কীত বা এক্কা দোক্কা, মূলত এটি মেয়েদের পছন্দের খেলা। এই খেলার খেলার উপকরণ বলতে মাটির ভাঙ্গা হাড়ি বা কলসির টুকরা দিয়ে তৈরি চাড়া বা ঘুটি। পর্যায়ক্রমে এক এক করে প্রতিটি ঘরে চাড়া ছুঁড়ে ফেলতে হয়। তারপর এক পায়ে লাফ দিয়ে দাগে পায়ের স্পর্শ এড়িয়ে ঐ চাড়া পায়ের আঙ্গুলের টোকার সাহায্যে ঐ ঘর থেকে বের করে বাইরে আনতে হয়।
advertisement
3/6
৯০ এর দশক পর্যন্ত গ্রামীণ কিশোর ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় খেলা মার্বেল বা গুলি খেলা। কোন কোন অঞ্চলে এই খেলাকে বিঘত খেলাও বলে। এই খেলার নিস্পত্তি হয় অন্যের মার্বেল খেলে জিতে নিজের করে নেওয়ার মাধ্যমে। এই খেলার প্রথম প্রচলন শুরু অবিভক্ত বাংলার চট্টগ্রামে। বর্তমান সময়ে এই গুলি খেলার প্রচলন কমেছে আগের থেকে অনেকটাই।
৯০ এর দশক পর্যন্ত গ্রামীণ কিশোর ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় খেলা মার্বেল বা গুলি খেলা। কোন কোন অঞ্চলে এই খেলাকে বিঘত খেলাও বলে। এই খেলার নিস্পত্তি হয় অন্যের মার্বেল খেলে জিতে নিজের করে নেওয়ার মাধ্যমে। এই খেলার প্রথম প্রচলন শুরু অবিভক্ত বাংলার চট্টগ্রামে। বর্তমান সময়ে এই গুলি খেলার প্রচলন কমেছে আগের থেকে অনেকটাই।
advertisement
4/6
ডাংগুলি উত্তর ভারতের অন্যতম জনপ্রিয় গ্রামীণ খেলা। সাধারণত কিশোর বয়সী ছেলেরা এই খেলা খেলে। উত্তরভারতে এর নাম গোলি ডাণ্ডা। ক্রিকেট আসার পর এর জনপ্রিয়তা অনেকটাই ম্রীয়মান হয়ে এসেছে। অঞ্চলভেদে এই খেলাটি ড্যাংবাড়ি, গুটবাড়ি, ট্যামডাং, ভ্যাটাডান্ডা ইত্যাদি নামে পরিচিত।
ডাংগুলি উত্তর ভারতের অন্যতম জনপ্রিয় গ্রামীণ খেলা। সাধারণত কিশোর বয়সী ছেলেরা এই খেলা খেলে। উত্তরভারতে এর নাম গোলি ডাণ্ডা। ক্রিকেট আসার পর এর জনপ্রিয়তা অনেকটাই ম্রীয়মান হয়ে এসেছে। অঞ্চলভেদে এই খেলাটি ড্যাংবাড়ি, গুটবাড়ি, ট্যামডাং, ভ্যাটাডান্ডা ইত্যাদি নামে পরিচিত।
advertisement
5/6
পিট্টু বা সাতচাড়া, ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন খেলা, যার উল্লেখ ভাগবত পুরাণে পাওয়া যায়। ভাগবত পুরাণ একটি হিন্দু ধর্মীয় পাঠ যা ৫০০০ বছর আগে রচিত বলে দাবি করা হয়। এতে উল্লেখ আছে যে ভগবান কৃষ্ণ তাঁর বন্ধুদের সঙ্গে খেলাটি খেলেছিলেন। এই ঐতিহ্যবাহী খেলাটি সর্বশেষ ৫ সহস্রাব্দ ধরে খেলা হচ্ছে।
পিট্টু বা সাতচাড়া, ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন খেলা, যার উল্লেখ ভাগবত পুরাণে পাওয়া যায়। ভাগবত পুরাণ একটি হিন্দু ধর্মীয় পাঠ যা ৫০০০ বছর আগে রচিত বলে দাবি করা হয়। এতে উল্লেখ আছে যে ভগবান কৃষ্ণ তাঁর বন্ধুদের সঙ্গে খেলাটি খেলেছিলেন। এই ঐতিহ্যবাহী খেলাটি সর্বশেষ ৫ সহস্রাব্দ ধরে খেলা হচ্ছে।
advertisement
6/6
প্রাচীন গ্রাম বাংলার অন্যতম জনপ্রিয় খেলা গুলির মধ্যে একটি হলো লাট্টু খেলা বা লাঠিম খেলা। একটি গোলাকার লাট্টুকে দড়ি দিয়ে পাকিয়ে হাতের কায়দায় তাকে মাটির মধ্যে ঘুরিয়ে দেওয়া হয়। যার লাটটু বেশিক্ষণ ধরে ঘুরবে সেই হবে খেলার বিজেতা। তবে বর্তমান সময় এই লাট্টু খেলা প্রায় হারিয়ে যেতেই বসে যায়।
প্রাচীন গ্রাম বাংলার অন্যতম জনপ্রিয় খেলা গুলির মধ্যে একটি হলো লাট্টু খেলা বা লাঠিম খেলা। একটি গোলাকার লাট্টুকে দড়ি দিয়ে পাকিয়ে হাতের কায়দায় তাকে মাটির মধ্যে ঘুরিয়ে দেওয়া হয়। যার লাটটু বেশিক্ষণ ধরে ঘুরবে সেই হবে খেলার বিজেতা। তবে বর্তমান সময় এই লাট্টু খেলা প্রায় হারিয়ে যেতেই বসে যায়।
advertisement
advertisement
advertisement