Sadak Suraksha Abhiyan: পথ নিরাপত্তার সচেতনতায় রোজ ক্লাস আরামবাগের বিভিন্ন স্কুলে

Last Updated:

Sadak Suraksha Abhiyan: পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হয় স্কুলে স্কুলে

+
ক্লাস

ক্লাস নিচ্ছেন ট্রাফিক পুলিশ

আরামবাগ: রাস্তা পার হতে গিয়ে ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটে আবার কখনও গাড়ি ধাক্কায় আহত হয়েছে অনেক ছাত্র-ছাত্রী। দিনের পর দিন দুর্ঘটনা বাড়তে থাকায় নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হয়েছে স্কুলে স্কুলে। তারই অংশ হিসেবে শুক্রবার গোঘাটের খাটুল শিব-দুর্গা হাই স্কুল ও বদনগঞ্জ হাইস্কুলের ছাত্রছাত্রীদের পথ নিরাপত্তার পাঠ দিতে দেখা গেল ট্রাফিক পুলিশকে। এই নিয়ে তাঁরা রীতিমতো ক্লাস নেন। শুধু এই দুই স্কুল নয়, পুরো আরামবাগ মহকুমা জুড়ে প্রত্যেকটা দিন পাঠ দিচ্ছেন ছেলেমেয়েদের প্রশাসনের কর্তারা।
উল্লেখ্য, আরামবাগ , গোঘাট এলাকায় ব্যস্ত রাস্তার ধারে একাধিক স্কুল আছে। এইসব জায়গায় ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয় পড়ুয়াদের। ফলে সন্তানদের যাতায়াত নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন থাকেন। তাই ট্রাফিক পুলিশ পড়ুয়াদের প্রথম নিরাপত্তার পাঠ দেওয়ায় খুশি তাঁরা। অন্যদিকে ট্রাফিক ওসি স্বরূপ নন্দী জানিয়েছেন, ‘বেহালায় দুর্ঘটনায় ঘটনার পরে মুখ্যমন্ত্রী সচেতনতার উপর জোর দিয়েছে। তাই আমরা পথ নিরাপত্তা নিয়ে সচেতন করছি। স্কুলে স্কুলে নিরাপত্তা নিয়ে পড়ুয়াদের সজাগ করা হচ্ছে।’স্কুলের পড়ুয়ারাদের বক্তব্য, ‘আমাদের বিদ্যালয়ে এসে প্রশাসনের আধিকারিকরা ট্রাফিকের নিয়ম কানুন নিয়ে ক্লাস নেন। কীভাবে রাস্তা পারাপার হতে হবে এবং বাইক থেকে বিভিন্ন গাড়ি চালাতে গেলে কি কি করতে হবে তা আমাদেরকে বোঝায়। এতে করে আমাদের অনেকটাই অভিজ্ঞতা বাড়ছে এবং উপকৃত হচ্ছি।
advertisement
advertisement
স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার দাস জানান, আমাদের স্কুল থেকে এই কর্মসূচি শুরু হ‌ওয়ায় আনন্দিত বোধ করছি। ট্রাফিক পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা এদিন এসে ছাত্র-ছাত্রীদের পথ নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো। সকলেই চেষ্টা করব স্কুল কর্তৃপক্ষ থেকে প্রতি সপ্তাহে মেয়েদের এভাবে যদি পাঠ দেওয়া হয় রাস্তা পারাপার নিয়ে তাহলে হয়তো অনেকটাই উপকৃত হবে পড়ুয়ারা।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sadak Suraksha Abhiyan: পথ নিরাপত্তার সচেতনতায় রোজ ক্লাস আরামবাগের বিভিন্ন স্কুলে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement