Astro Tips: বাসি মেখে রাখা আটা দিয়ে গুনে গুনে রুটি বানান? চরম সর্বনাশ! জ্যোতিষীর মত জানলে ভয় হবে

Last Updated:
Astro Tips: অনেকেই রাতের মাখা আটা দিয়ে পরের দিন সকালে রুটি বানান! যতজন লোক সেই বুঝে গুনে গুনেও রুটি বানান অনেকে! আর এই কাজ করেই না জেনে চরম সর্বনাশ করছেন!
1/5
বাসি আটা দিয়ে কখনও রুটি বানাবেন না। রুটি গুনে করার পরও আটা অনেকসময় বেশি হয়ে যায়। তাই প্রায়শই সেই আটা ফ্রিজে বা আলাদা করে রাখা হয়। অনেকের বাড়িতে অবশিষ্ট বাসি আটার রুটি তৈরি করা হয়।
বাসি আটা দিয়ে কখনও রুটি বানাবেন না। রুটি গুনে করার পরও আটা অনেকসময় বেশি হয়ে যায়। তাই প্রায়শই সেই আটা ফ্রিজে বা আলাদা করে রাখা হয়। অনেকের বাড়িতে অবশিষ্ট বাসি আটার রুটি তৈরি করা হয়।
advertisement
2/5
কিন্তু এমন কাজ কখনও করা উচিত নয়। এতে স্বাস্থ্যও খারাপ হতে পারে। অবশিষ্ট আটার রুটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জ্যোতিষশাস্ত্রেরও এমনটা করা অশুভ বলে মনে করা হয়।
কিন্তু এমন কাজ কখনও করা উচিত নয়। এতে স্বাস্থ্যও খারাপ হতে পারে। অবশিষ্ট আটার রুটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জ্যোতিষশাস্ত্রেরও এমনটা করা অশুভ বলে মনে করা হয়।
advertisement
3/5
জ্যোতিষবিদ আর চৌধুরী বলেন, বাস্তুশাস্ত্র অনুসারে, বাসি আটা দিয়ে রুটি বানানো ভীষণ খারাপ লক্ষণ। এতে ঘরে অশান্তির সৃষ্টি হতে পারে। নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন।
জ্যোতিষবিদ আর চৌধুরী বলেন, বাস্তুশাস্ত্র অনুসারে, বাসি আটা দিয়ে রুটি বানানো ভীষণ খারাপ লক্ষণ। এতে ঘরে অশান্তির সৃষ্টি হতে পারে। নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন।
advertisement
4/5
সবসময় দু-চারটি রুটি বেশি তৈরি করলে শুভ লাভ হয়। তাতে কোনও সদস্যের জন্য রুটি কম পড়ে না। রুটি বানানোর সময় প্রথম রুটিটি সবসময় গরুর জন্য তুলে রাখা উচিত। এমনটা করলে তা শুভ বলে মনে করা হয়।
সবসময় দু-চারটি রুটি বেশি তৈরি করলে শুভ লাভ হয়। তাতে কোনও সদস্যের জন্য রুটি কম পড়ে না। রুটি বানানোর সময় প্রথম রুটিটি সবসময় গরুর জন্য তুলে রাখা উচিত। এমনটা করলে তা শুভ বলে মনে করা হয়।
advertisement
5/5
বাস্তু অনুসারে, গুনে গুনে তৈরি করা রুটি আদতে অশুভ বলে মনে করা হয়। জীবনে সৃষ্টি হতে পারে নানান সমস্যা। গৃহের মধ্যে নেগেটিভ বাতাবরণ তৈরি হতে পারে তাতে। বাস্তু অনুযায়ী, বাড়িতে যখনই রান্না করবেন বা রুটি বানাবেন, তখন কখনওই রুটি গুনে তৈরি করবেন না।
বাস্তু অনুসারে, গুনে গুনে তৈরি করা রুটি আদতে অশুভ বলে মনে করা হয়। জীবনে সৃষ্টি হতে পারে নানান সমস্যা। গৃহের মধ্যে নেগেটিভ বাতাবরণ তৈরি হতে পারে তাতে। বাস্তু অনুযায়ী, বাড়িতে যখনই রান্না করবেন বা রুটি বানাবেন, তখন কখনওই রুটি গুনে তৈরি করবেন না।
advertisement
advertisement
advertisement