TRENDING:

জলের তলায় ঘাটাল ফের বৃষ্টি হলে দুর্ভোগের আশঙ্কা

Last Updated:

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ঐতিহ্যে মোড়া,শিক্ষার মানও অনেক উন্নত। তবে উন্নয়ন অপর্যাপ্ত। বর্ষা এলেই বেশিরভাগ সময় বন‍্যায় ডুবে থাকে ঘাটাল। কখনও একটু বেশি বৃষ্টি হোক বা ডিভিসির জল ছাড়া, এই বন‍্যা হল ঘাটালবাসীর দুর্ভোগের প্রধান কারণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মিজানুর রহমান , পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ঐতিহ্যে মোড়া,শিক্ষার মানও অনেক উন্নত,তবে উন্নয়ন তলানিতে কারণ বর্ষাকালে বেশিরভাগ সময়ই বন‍্যায় ডুবে থাকে ঘাটাল। কখনও একটু বেশি বৃষ্টি হোক বা ডিভিসির জল ছাড়া, এই বন‍্যা হল ঘাটালবাসীর দুর্ভোগের প্রধান কারণ। বন‍্যা হলেই স্তব্ধ যেন হয়ে যায় জীবন জীবিকা। ঠিক তেমনই পড়াশোনার ব‍্যাঘাতও ঘটে ছাত্রছাত্রীদের। পিছিয়ে পড়তে হয় তাদের।
advertisement

প্রায় ২০ দিন ধরে জলমগ্ন ঘাটাল, এখনও ঘাটাল পৌর এলাকা সহ ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা ও দাসপুরের নাড়াজোল এর বেশ কিছু এলাকা জলমগ্ন। কোথাও কোথাও হাটু সমান ও কোমর সমান জল পেরিয়ে চলছে যাতায়াত। গ্রামীন  এলাকা গুলিতে রাস্তাঘাট এখনও জলের তলায়। তার উপরে শুক্রবার থেকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি যদি হয় নদীতে যদি জল বাড়ে তাহলে ঘাটালের বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে মনে করছে ঘাটালবাসী।

advertisement

এতেই চরম দুশ্চিন্তায় বন্যা কবলিত ঘাটালের মানুষজন।  এই বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, সমস্ত দিকে নজর রেখেছে মহাকুমার প্রশাসন। এখন ঘাটালবাসীর ভরসা শুধুই প্রকৃতি। আবহাওয়া অনুকূল হলে তবেই জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে তারা। নতুবা মাষ্টার প্ল‍্যান পেলে মিটবে সমস্যা। হয় সরকার, নয় প্রকৃতি কে বাঁচাবে ঘাটালবাসীকে সেটাই এখন দেখবার বিষয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁধে সংসার, তার সঙ্গেই কয়েক কুইন্ট্যাল ভার উত্তোলন করে ভারোত্তলক হওয়ার স্বপ্ন
আরও দেখুন

তবে নতুন করে আবারও বৃষ্টি শুরু হয়েছে আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে কপালে ঘাটালের মানুষজনের। আর কতদিন জলবন্দী হয়ে থাকবে তারা! বর্ষার এখনও অনেক বাকি। একদিকে নতুন করে নিম্নচাপ অপরদিকে এখনও জলবন্দি হয়ে আছে ঘাটাল। দুর্যোগ আর দুর্ভোগ কোনওটাই ছেড়ে যাচ্ছে না, কবে জল কমবে সেই আশাতেই বসে আছে ঘাটালের মানুষজন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জলের তলায় ঘাটাল ফের বৃষ্টি হলে দুর্ভোগের আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল