আবার দুর্গাপুজো বেশ খানিকটা এগিয়ে তার আগে রয়েছে বিশ্বকর্মা তাই কাজের চাপ প্রচন্ড। এক্ষেত্রে ছোট ঠাকুর বানাতে লেগে যায় বেশ কিছুটা সময় এবং ধৈর্য্য। তাই বড় প্রতিমা যারা বানান তারা এবার রণে ভঙ্গ দিয়েছেন, ফলে ছোট ছোট সিদ্ধিদাতাদের তৈরিতে পড়েছে ভাটা। তবে যারা ছোট ঠাকুর বানান তারা অবশ্য এই যোগান দিতে সমর্থ। তবে হয়ত দাম সামান্য কিছুটা বাড়তে পারে, যোগানের অভাবে।
advertisement
আরও পড়ুন: অনলাইন শপিংয়ের জেরে চৈত্র সেলে ভাটা মফস্বল শহরেও
শান্তিপুর চৌগাছা পাড়ার মৃৎ শিল্পীরা জানাচ্ছেন, তাদের কাছ থেকে ঠাকুর নিয়ে যারা ঘুরে কিংবা বসে বিক্রি করেন তাদের জোগান দিতে পারছেন না কারণ প্রস্তুত নেই যেখানে ৫০০ থেকে ৭০০ ঠাকুর রেডি থাকত, সেখানে তারা করতে পেরেছেন মাত্র এক দেড়শ। যদিও ছোট ছোট মৃৎশিল্পীরা এবার তাদের সমস্ত ঠাকুর বিক্রি করতে পারবেন এমনটাই আশা করা হচ্ছে।
Mainak Debnath





