TRENDING:

Samosa Jalebi: শিঙাড়া, জিলিপি নিয়ে তর্জা! ভোজন রসিক বাঙালি কী বলছে?

Last Updated:

সিঙ্গারা জিলাপি নিয়ে কেন্দ্রের নিষেধাজ্ঞায় কি বলছে ভোজন রসিক বাঙালি! দেখুন একবার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: ভোজন রসিক বাঙালির সকালের টিফিন হোক বা সন্ধ্যার মুখরোচক, শিঙাড়া-জিলিপি ছাড়া যেন অসম্পূর্ণই থেকে যায়। তবে এবার কেন্দ্রীয় সরকারের মিষ্টি এবং তেলের উপর জারি করা সতর্কীকরণে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে শহর থেকে গ্রামে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
advertisement

এরপর থেকেই খাদ্য তালিকায় হস্তক্ষেপের অভিযোগ তুলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। জানা গিয়েছে, এই জাতীয় ভাজা ও মিষ্টি  স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে শরীরে ফ্যাটের পরিমাণ বাড়ে। তাই বিষয়টি নিয়ে  কেন্দ্রের তরফে সতর্কতামূলক প্রচার চালানোর কথা বলা হয়েছিল। এই বক্তব্যে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জেলার সাধারণ মানুষজনও। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ নয়। বিষয়টি নিয়ে কী জানালেন জেলার বিধায়ক থেকে জনপ্রতিনিধি এমনকি সাধারণ মানুষ।

advertisement

আরও পড়ুন: ২১ জুলাইয়ের সকালেই মারাত্মক দুর্ঘটনা! যুবকের মৃত‍্যু ঘিরে চরম উত্তেজনা মধ্যমগ্রামে, ভাঙচুর, রাস্তা অবরোধ, নামল র‍্যাফ

অশোকনগরের বাসিন্দা প্রসেনজিৎ সাহা বলেন, শিঙাড়া আর জিলিপি ছাড়া বাঙালি সন্ধে কল্পনাই করতে পারে না। স্বাস্থ্যবিধি মানা উচিত, কিন্তু এভাবে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া যায়না। কেন্দ্রের নির্দেশে .যদিও শিঙাড়া এবং জিলিপির কোনও আলাদা করে উল্লেখ‍্য ছিল না। যদিও মিষ্টি তেলের সতর্কীকরণের নোটিস থেকে ছড়িয়ে পড়ে শিঙাড়া এবং জিলিপির কোপ পড়ার খবর।  দুই প্রিয় খাবারকে নিয়ে কোনওরকম নিষেধাজ্ঞা মানতে নারাজ বেশিরভাগ বাঙালি।

advertisement

আরও পড়ুন: ২৪ বছর পর শ্রাবণের শিবরাত্রির দিনে দুর্লভ সংযোগ! একসঙ্গে ৩ রাজযোগে সোনায় মুড়বে ৫ রাশির কপাল, উপচে পড়বে ব‍্যাঙ্ক ব‍্যালেন্স

জিলাপি ও শিঙাড়া তৈরি করা দোকানদারদের একাংশ জানান, দোকানে রোজ গড়ে কয়েকশো সিঙাড়া, ও কয়েক কেজি জিলিপি বিক্রি হয়। এমন নির্দেশ এ ব্যবসা মার খাবে। ক্ষতি হবে ব্যবসায়ীদের। স্থানীয় এক কলেজছাত্রী বলেন, ধরুন বৃষ্টি পড়লে শিঙাড়া না খেলে যেন মন ভরে না। আবার সকালের জলখাবারের সঙ্গে পাতে একটা জিলিপি থাকলে যেন পরিপূর্ণ লাগে। এতেও যদি নিয়ন্ত্রণ চলে আসে, তবে আর ব্যক্তি স্বাধীনতা কোথায় থাকল। এই ইস্যুতে ইতিমধ্যে রাজনৈতিক তর্জাও শুরু হয়েছে শাসক বিরোধী দুই পক্ষেই।  তবে যতই স্বাস্থ্য বিধি মেনে পরামর্শ দিক কেন্দ্র, বাঙালির খাদ্য তালিকায় যে এখনই বাদ পড়ছে না শিঙাড়া জিলিপি তা বলাই বাহুল্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Samosa Jalebi: শিঙাড়া, জিলিপি নিয়ে তর্জা! ভোজন রসিক বাঙালি কী বলছে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল