Astrology: ২৪ বছর পর শ্রাবণের শিবরাত্রির দিনে দুর্লভ সংযোগ! একসঙ্গে ৩ রাজযোগে সোনায় মুড়বে ৫ রাশির কপাল, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Sawan Shivaratri: শ্রাবণ মাস শাস্ত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই বছর শ্রাবণ মাসের শিবরাত্রির দিনটি বিশেষ হতে চলেছে। একাধিক শুভ যোগ তৈরি হবে শিবরাত্রির দিনে। শিবরাত্রিতে এবার ২৪ বছর পর একসঙ্গে তিনটি রাজযোগ এবং অনেক শুভ সংযোগ ঘটতে চলেছে।
advertisement
advertisement
advertisement
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের ভাল সময় আসতে চলেছে শ্রাবণের শিবরাত্রিতে। শুক্র তৈরি করবেন মালব্য রাজযোগ। আয় বাড়বে এই রাশির জাতক জাতিকাদের। আয়ের অনেক ভাল সুযোগ মিলবে। কোনও সম্পত্তি ইত্যাদি কিনতে পারেন এবং জীবনে উন্নতির সাথে সাথে পারিবারিক বিষয়েও সুখ পাবেন। অসম্পূর্ণ ইচ্ছা এই সময়ে পূর্ণ হবে।
advertisement
advertisement
কর্কট রাশি: শ্রাবণের শিবরাত্রিতে সৃষ্টি হওয়া বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাব পড়তে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের উপর। সরকারি চাকরি যারা করছেন, তারা লাভবান হবেন। জ্ঞানে বৃদ্ধি হবে। পরিবারেও মান-সম্মান বাড়বে। ধন লাভের সঙ্গে সঙ্গে নতুন চাকরির প্রস্তাবও মিলতে পারে। কোনও নতুন ব্যবসা ইত্যাদি শুরু করতে পারেন।
advertisement
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শিবরাত্রির দিনে সৃষ্ট মালব্য রাজযোগ ইতিবাচক হতে চলেছে। আর্থিক লাভের পাশাপাশি যানবাহনের সুখ পাওয়ারও সম্ভাবনাও রয়েছে। জীবনসঙ্গী পাশে থাকবেন। এই রাশির লোকেরা যারা কলা এবং সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত তারা সম্মান পাবেন। বিবাহিত লোকেদের জন্য এই সময় বিশেষ ফলদায়ক হবে কারণ, এখন আপনার সম্পর্ক আগের থেকে মজবুত হবে। অবিবাহিতদের সুন্দর, সংস্কারী এবং সহযোগী জীবনসঙ্গীর প্রস্তাব আসতে পারে। আর্থিক অবস্থা এই সময়ে আগের থেকে অনেক মজবুত হবে।
advertisement
ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকারা গজকেশরী রাজযোগে লাভবান হতে চলেছেন। বৃহস্পতি এবং চন্দ্রের তৈরি যোগে মান-সম্মান, উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা। পদ মর্যাদায় বৃদ্ধি হবে। চাকরিজীবীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা। পারিবারিক জীবনে সুখ শান্তি পাবেন। বিদেশ ভ্রমণেরও যোগ তৈরি হচ্ছে। যারা সন্তান সুখের কামনা করছেন তারা সন্তান সুখ পেতে পারেন। ((Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ ))