21 July TMC Rally: কড়া নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, একুশের পরীক্ষায় পাশ করল পুলিশ? জানিয়ে দিলেন বিচারপতি

Last Updated:

21 July TMC Rally: তৃণমূলের ২১ জুলাই সমাবেশে রাস্তায় যানজট যাতে না হয়, তা নিশ্চিত করতে আগেই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

কড়া নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, একুশের পরীক্ষায় পাশ করল পুলিশ? জানিয়ে দিলেন বিচারপতি
কড়া নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, একুশের পরীক্ষায় পাশ করল পুলিশ? জানিয়ে দিলেন বিচারপতি
কলকাতা: তৃণমূলের ২১ জুলাই সমাবেশে রাস্তায় যানজট যাতে না হয়, তা নিশ্চিত করতে আগেই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সপ্তাহের প্রথম দিনে রাস্তা অবরুদ্ধ করা যাবে না, তাই মিছিলের সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত। ২১ জুলাই ‘ট্রাফিক’ নিয়ন্ত্রণে সফল কলকাতা পুলিশ। খোদ বিচারপতি প্রশংসা করলেন কলকাতা পুলিশের।
আইনজীবীদের সঙ্গে দৃষ্টি আকর্ষণ পর্বে নিজের অভিমত জানাতে গিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, ‘‘রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ খুব ভাল ভাবে হয়েছে। পুলিশ সেটা করেছে। রাস্তায় যখন আসা যাচ্ছে তখন আইনজীবীরা কেন সিদ্ধান্ত নিচ্ছে শুনানি আটকাতে?’’
advertisement
advertisement
কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, একুশে জুলাই সমাবেশের দিন সকাল ৮টার পর কলকাতার রাস্তায় আর কোনও মিছিল করা যাবে না৷ কোনও রাস্তা অবরুদ্ধ করে রাখা যাবে না৷ শুধু তাই নয়, সমাবেশের জন্য কোনও রাস্তা অবরুদ্ধ করে রাখা যাবে না৷ হাইকোর্টমুখী রাস্তাগুলিতে যাতে কোনও যানজট সৃষ্টি না হয়, তা কলকাতা পুলিশকে নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ শুধু তাই নয়, সভামঞ্চের ৫ কিলোমিটারের মধ্যে অফিস যাতায়াতের সময় যাতে কোনও যানজট না হয় এবং পথ অবরুদ্ধ না হয়ে থাকে, পুলিশকে সেই নির্দেশও দিয়েছিলেন বিচারপতি৷ নির্দেশ মেনে রাস্তা স্বাভাবিক রেখেছে কলকাতা পুলিশ, প্রশংসা করে নিজেই সোমবার জানালেন বিচারপতি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
21 July TMC Rally: কড়া নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, একুশের পরীক্ষায় পাশ করল পুলিশ? জানিয়ে দিলেন বিচারপতি
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement