21 July TMC Rally: কড়া নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, একুশের পরীক্ষায় পাশ করল পুলিশ? জানিয়ে দিলেন বিচারপতি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
21 July TMC Rally: তৃণমূলের ২১ জুলাই সমাবেশে রাস্তায় যানজট যাতে না হয়, তা নিশ্চিত করতে আগেই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
কলকাতা: তৃণমূলের ২১ জুলাই সমাবেশে রাস্তায় যানজট যাতে না হয়, তা নিশ্চিত করতে আগেই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সপ্তাহের প্রথম দিনে রাস্তা অবরুদ্ধ করা যাবে না, তাই মিছিলের সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত। ২১ জুলাই ‘ট্রাফিক’ নিয়ন্ত্রণে সফল কলকাতা পুলিশ। খোদ বিচারপতি প্রশংসা করলেন কলকাতা পুলিশের।
আইনজীবীদের সঙ্গে দৃষ্টি আকর্ষণ পর্বে নিজের অভিমত জানাতে গিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, ‘‘রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ খুব ভাল ভাবে হয়েছে। পুলিশ সেটা করেছে। রাস্তায় যখন আসা যাচ্ছে তখন আইনজীবীরা কেন সিদ্ধান্ত নিচ্ছে শুনানি আটকাতে?’’
advertisement
advertisement
কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, একুশে জুলাই সমাবেশের দিন সকাল ৮টার পর কলকাতার রাস্তায় আর কোনও মিছিল করা যাবে না৷ কোনও রাস্তা অবরুদ্ধ করে রাখা যাবে না৷ শুধু তাই নয়, সমাবেশের জন্য কোনও রাস্তা অবরুদ্ধ করে রাখা যাবে না৷ হাইকোর্টমুখী রাস্তাগুলিতে যাতে কোনও যানজট সৃষ্টি না হয়, তা কলকাতা পুলিশকে নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ শুধু তাই নয়, সভামঞ্চের ৫ কিলোমিটারের মধ্যে অফিস যাতায়াতের সময় যাতে কোনও যানজট না হয় এবং পথ অবরুদ্ধ না হয়ে থাকে, পুলিশকে সেই নির্দেশও দিয়েছিলেন বিচারপতি৷ নির্দেশ মেনে রাস্তা স্বাভাবিক রেখেছে কলকাতা পুলিশ, প্রশংসা করে নিজেই সোমবার জানালেন বিচারপতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2025 11:32 AM IST