Accident: ২১ জুলাইয়ের সকালেই মারাত্মক দুর্ঘটনা! যুবকের মৃত‍্যু ঘিরে চরম উত্তেজনা মধ্যমগ্রামে, ভাঙচুর, রাস্তা অবরোধ, নামল র‍্যাফ

Last Updated:

Accident: মধ্যমগ্রামে পথ দুর্ঘটনা ঘিরে চরম উত্তেজনা, ভাঙচুর ট্রাফিক পুলিশের বুথ, দীর্ঘ সময় জাতীয় সড়ক অবরোধ

পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা
পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা
উত্তর ২৪ পরগনা: সপ্তাহের শুরুতেই পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। ঘটনার জেরে জাতীয় সড়ক যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, উত্তেজিত জনতা স্থানীয় ট্রাফিক পুলিশের বুথে ভাঙচুর চালায় বলেও অভিযোগ। পরে বারাসাত পুলিশ জেলার বিশাল পুলিশবাহিনী ও জেলা পুলিশের আধিকারিকদের উপস্থিতিতে পরিস্থিতি সামাল দিয়ে তোলা হয় অবরোধ।
জানা গিয়েছে, এদিন ভোরে কাজী নজরুল ইসলাম সরণিতে একটি দ্রুতগতির মাছ বোঝাই পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে একটি বাইকে। বাইকটিতে তখন ছিলেন দুই যুবক। সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় এস.কে কাসিদ নামে বছর ২৫ এর যুবকের।
আশঙ্কাজনক অবস্থায় আরও এক আরোহী জিয়ারুল রহমানকে ভর্তি করা হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। যদিও শেষরক্ষা হয়নি। মৃত‍্যু হয়েছে আহত দ্বিতীয় যুবকের। সংঘর্ষের তীব্রতায় রীতিমতো উল্টে যায় পিকআপ ভ্যানটিও। চালক ও খালাসি গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানা গিয়েছে।
advertisement
advertisement
দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা, বাদ যাননি মহিলারাও। ক্ষোভ উগড়ে দিয়ে প্রায় আড়াই ঘণ্টা ধরে অবরোধ চলে যশোর রোডে। তাঁদের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে টাকা তোলার এবং ঘটনার পরই পুলিশ ওই গাড়ির চালককে পালাতে সাহায্য করেছে। এই ক্ষোভের আঁচ দিয়ে পড়ে স্থানীয় ট্রাফিক পুলিশের বুথে, চলে  ভাংচুর।
advertisement
পরিস্থিতির রণক্ষেত্রের চেহারা নিলে ঘটনাস্থলে পৌঁছান বারাসত এসডিপিও বিদ্যাগর অজিঙ্কা অনান্ত, মধ্যমগ্রাম থানার ওসি-সহ বিশাল পুলিশ বাহিনী। জনতার বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশের আশ্বাসে প্রথম দফায় অবরোধ ওঠে ঠিকই, তবে পরে ফের উত্তেজনা ছড়ালে আবার অবরোধের পথে হাঁটেন স্থানীয়রা।
advertisement
এরপরই ঘটনাস্থলে পৌঁছান বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতিস বিশ্বাস। ঘটনাস্থলে নিয়ে আসা হয় র‍্যাফ। পুলিশের তৎপরতায় অবশেষে দ্বিতীয় দফার অবরোধ তুলে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে।
যদিও পুলিশের ভূমিকা নিয়ে এলাকাবাসীদের ক্ষোভ এখনও রয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। অবরোধের কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হলেও, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: ২১ জুলাইয়ের সকালেই মারাত্মক দুর্ঘটনা! যুবকের মৃত‍্যু ঘিরে চরম উত্তেজনা মধ্যমগ্রামে, ভাঙচুর, রাস্তা অবরোধ, নামল র‍্যাফ
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement